প্রিমিয়ার লিগ
চেলসি ১ – ১ ওয়েস্টহ্যাম ইউনাইটেড
(স্ট্যামফোর্ড ব্রিজ)
সিজার অ্যাজপিলকুয়েতা ৩৬’ চিচারিতো হার্নান্দেজ
এ ড্রয়ের ফলে ৫৭ পয়েন্ট নিয়ে ৫ নাম্বারেই রইলো চেলসি। ৩৪ পয়েন্ট নিয়ে ১৪ নাম্বার অবস্থানে ওয়েস্ট হ্যাম। পরিবর্তন হয়নি তাদের অবস্থানেরও।
আর্সেনাল ৩ – ২ সাউথহ্যাম্পন্টন (এমিরেটস স্টেডিয়াম)
অবামেয়াঙ্গ ২৮’ শেন লং ১৭’
ওয়েলব্যাক ৩৮’,৮১ চার্লি অস্টিন ৭৩
উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ওয়েলব্যাকের গোলে জয় নিয়ে ফিরেছে গানার্সরা। যদিও এর কোনো প্রভাব পয়েন্ট টেবিলে পড়েনি। ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানেই রয়েছে তারা। রেলিগেশন জোনে থাকা সাউথহ্যাম্পটনের পয়েন্ট ২৮।
লা লিগা
রিয়াল মাদ্রিদ ১ – ১ অ্যাথলেটিকো মাদ্রিদ (সান্তিয়াগো বার্নাব্যু)
এ ড্রয়ের ফলে রিয়ালের পয়েন্ট দাড়ালো ৬৪ তে। এবং এ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চতুর্থ। সমান ৩১ টি ম্যাচ খেলে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাথলেটিকো।