বারুদ-পোষা আঙুল
মুনিরা অপেক্ষা করে দরজা বন্ধ হওয়ার। তারপর তার সেই পুরনো ফোঁস- 'একটা নতুন মোবাইল কিনতে পারো না? ছিচকে চোরও এই ফোন মাগনা দিলে নেবে না।' ব্যাকস্পেস, সবুজ বাটন গেছে সেই কবেই। দেখে আর বোঝার জো নেই। অন্ধ…
মুনিরা অপেক্ষা করে দরজা বন্ধ হওয়ার। তারপর তার সেই পুরনো ফোঁস- 'একটা নতুন মোবাইল কিনতে পারো না? ছিচকে চোরও এই ফোন মাগনা দিলে নেবে না।' ব্যাকস্পেস, সবুজ বাটন গেছে সেই কবেই। দেখে আর বোঝার জো নেই। অন্ধ…
দোতলার মুক্তা আধকচি পেয়ারার ডালের মতো হাতে কাপড় নিতে নিতে গজগজ করে, ‘এক্কেরে বজ্জাতের হাড্ডি। গেইট থাইক্কা আদ মগ বালু ধুয়া কাপড়ে দিছে। বাসা বাড়িত কামে আই মরতে।’ একেক রোদে ঘটনা পাল্টায়– ‘এক্কেরে বজ্জাতের হাড্ডি। টবের থাইক্কা…