টেলস্টার ১৮; দ্য আনসাং হিরো…
রাত পোহালেই শুরু হবে ফাইনালের দিন, তারপর পর্দা নামবে একবিংশ শতাব্দীর অন্যতম সেরা বিশ্বকাপের। কল্পনাকেও হার মানানো সাফল্যে প্রথমবার ফাইনালে ক্রোয়েশিয়া, ওদিকে দ্বিতীয়বার বিশ্বজয়ের নেশায় বুঁদ ফ্রান্স। রেফারি বাঁশি বাজাবেন, যুদ্ধ শুরু হবে। একটা সময় শেষ হবে।…