গোলাম রসুল’র একগুচ্ছ কবিতা
এই সময় এ কোনও গোলাপের প্রহর নয় ড্রাগনেরও প্রহর নয়; এমন সময় আমি জলের রহস্যের মুখে গিয়ে দাঁড়াই আর চুঁইয়ে পড়া জলের থেকে নক্ষত্রের চলাচলের শব্দ শুনতে পাই! পৃথিবীর পোশাক সাদা পোশাকে ছিল পৃথিবী সন্ধ্যা নামছিল…
এই সময় এ কোনও গোলাপের প্রহর নয় ড্রাগনেরও প্রহর নয়; এমন সময় আমি জলের রহস্যের মুখে গিয়ে দাঁড়াই আর চুঁইয়ে পড়া জলের থেকে নক্ষত্রের চলাচলের শব্দ শুনতে পাই! পৃথিবীর পোশাক সাদা পোশাকে ছিল পৃথিবী সন্ধ্যা নামছিল…
নিশাচর শব্দ আধখাওয়া জীবন নৌকার মতো ভাসছে সুদূর আকাশে আমি কিছু জানি না রাত্রির আগামীকালও নেই... যতদূর দেখা যায় ঘনবসতির নক্ষত্ররা তৈরি করেছে একটি শহর সমুদ্র-পারে আলো জ্বলছে আরো কিছু বিলুপ্ত নগরীর যে-গাছগুলোর সাথে আমার…
রাজরাজাদের ব্যবহার করা সূর্য ডুবে যাচ্ছে দীর্ঘ ভ্রমণ শেষে আমরা একটি নক্ষত্রের নীচে এসে বসলাম পৃথিবীর চারকোণে চারটি তালা লাগিয়ে মালিক চলে গেল ঝরে পড়া পাতার গ্রাম উড়ে যাচ্ছে কোনো এক জায়গায় দাঁড়িয়ে শূন্য মিনার অনেক ওপর…