এবার নেদারল্যান্ডে বন্দুকধারীর হামলা

এবার নেদারল্যান্ডে বন্দুকধারীর হামলা

ক্রাইস্টচার্চের হামলার আবহ কাটতে না কাটতে পুনরায় বন্দুকধারীর হামলা। এবার নেদারল্যান্ডের শহর ইউট্রাট’এ একটি যাত্রীবাহী ট্রামে হামলা চালিয়েছে এক সন্ত্রাসী। দেশটির পুলিশের দেয়া তথ্যমতে, এখন পর্যন্ত একজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

স্থানীয় সংবাদ সংস্থা আরটিভি ইউট্রাট’র তথ্য মতে, নেদারল্যান্ডের পশ্চিমাঞ্চলের অক্টোবরপ্লেইনে এই ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, তিনি আহত অবস্থায় একজন মহিলাকে ট্রামের ভেতর দৌড়াতে দেখেন। ঐ মহিলার বুকে গুলি লাগে এবং তার হাত ও পোশাক রক্তে ভেজা ছিল।

তিনি আরও বলেন, আহত অবস্থায় তাকে আমার গাড়িতে তুলি। পুলিশ যখন আসে ততক্ষণে সে অজ্ঞান হয়ে যায়।

পুলিশ জানায় হামলাকারী ওখান থেকে পালিয়ে অন্যখানে হামলা করতে যায়। পুলিশ ও অন্যান্য জরুরি নিরাপত্তা বাহিনী সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। জরুরি মেডিকেল হেলিকপ্টারেরও ব্যবস্থা করা হয়েছে সেখানে।

এলাকার নজরজারি জোরদার করতে ঘেরাও করে রাখা হয়েছে ঐ অঞ্চল। ডাচ সংবাদ মাধ্যমগুলো জানায়, সেদেশের পুলিশ আশপাশের সকল স্কুলের সদর দরজাসহ প্রবেশের সকল মাধ্যম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

ডাচ কাউন্টার টেররিজম বা সন্ত্রাসবাদ বিরোধী দপ্তর পুরো ইউট্র্যাট প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।