নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় প্রায় অর্ধশত মুসলমান হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (ইশা)।
‘ইশা’ ছাত্র আন্দোলনের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় ‘সচেতন শিক্ষার্থী সংসদ’র ব্যানারে আজ দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইশা’র ঢাবি শাখার সভাপতি আতায়ে রাব্বি।
‘সন্ত্রাসীদের কোনও ধর্ম নেই’ দাবি করে মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই তাদের ধর্মই হচ্ছে সন্ত্রাস। তাদেরকে সন্ত্রাস দিয়েই মোকাবেলা করতে হবে।
বিশ্বমিডিয়া মুসলমানদের বিরুদ্ধে অপ্রপ্রচার চালাচ্ছে দাবি করে এক শিক্ষার্থী বলেন, বিশ্বমিডিয়া মুসলমানদের ‘জঙ্গি সন্ত্রাস’ হিসেবে প্রমাণ করতে চায় অথচ বিশ্বের প্রতিটি জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে। মিয়ানমার, সিরিয়া, কাশ্মির তার প্রমাণ।
পরে মানববন্ধনের শেষ দিকে মৃতদের জন্য মাগফেরাত কামনা করে মুনাজাত করেন তারা।