প্রতিবাদের অংশ হিসেবে এবার ‘ভূখা মিছিল’ করলো অনশনরত শিক্ষার্থীরা

প্রতিবাদের অংশ হিসেবে এবার ‘ভূখা মিছিল’ করলো অনশনরত শিক্ষার্থীরা

ডাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে এবং পুনঃনির্বাচনের দাবিতে ‘ভূখা মিছিল’ করেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকাল ৪ টায় রাজু ভাস্কর্য থেকে এই মিছিল শুরু হয়। এতে অংশ নেন বামপন্থী রাজনীতিতে জড়িত থাকা শিক্ষার্থীসহ অনেক সাধারণ ছাত্রছাত্রীরা।

পরে মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, শেডু, অপরাজেয় বাংলার পাদদেশ, কলা ভবন, ডাকসু, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দিয়ে ঘুরে রাজু ভাস্কর্যে ফিরে আসে।

এদিকে, অনশনকারীর মধ্যে দু’জন মিছিলে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। গত কয়েকদিন আগ থেকে তীব্র গরমের মাঝেও অনশন চালিয়ে যাচ্ছিলেন চার শিক্ষার্থী। আজ নতুন করে রবিউল ইসলাম নামক এক দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র যোগ দিয়েছেন অনশনে। অবশ্য, অসুস্থ হয়ে পড়লে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া অন্য দু’জন অসুস্থ ছাত্রের নাম সোয়েব অনন্ত ও আল মাহমুদ তাহা।

আল মামুন তাহা জবানকে বলেন, “আমাদের মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ। একজন ইতিমধ্যে হাসপাতালে আছে। দু’জন শিক্ষক আসছিলেন। তারা আমাদের সাথে সহানুভূতি দেখিয়ে গেছেন। ছাত্রলীগ আমাদেরকে কোন হুমকি না দিলেও প্রতি রাতে তারা মোটরসাইকেলে শোডাউন দিচ্ছে।”