দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে নুরুল হক নুর। প্রশাসনের অনিয়ম ও ক্ষমতাসীনদের কারচুপিও আটকাতে পারে জনপ্রিয় এই ছাত্রনেতার ভিপি হওয়া। এছাড়া জিএস পদে ও এজিএস পদে জয়লাভ করেছে ছাত্রলীগ সমর্থিত প্রার্থী গোলাম রাব্বানি ও মো. সাদ্দাম হোসাইন। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য মো. আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ভিপি পদে নুরুল হক নুরের প্রাপ্ত ভোটের সংখ্যা ১১ হাজার ৬২; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজওয়ানুল হক শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট। জিএস পদে জয়লাভকারী গোলাম রাব্বানি পেয়েছেন ১০হাজার ৪৮৪ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদ খান পেয়েছেন ৬০৬৩ ভোট। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৩ হাজার ২৫৫জন হলেও ঘোষিত ফলাফল অনুযায়ী ২৫ হাজারের মতো ভোট প্রয়োগ হয়েছে।
এদিকে ভিপি হিসেবে নুরুল হক নুরের নাম ঘোষণার পরপরই সিনেট ভবনের অডিটোরিয়ামে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা ‘শেইম শেইম’, ‘ভুয়া ভুয়া’, ‘জামাত শিবির নুরুকে মানি না, মানি না’ প্রভৃতি বলে স্লোগান দিতে থাকে। পরে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির প্রচেষ্টায় সিনেট অডিটোরিয়াম থেকে বের হয়ে আসেন উপাচার্য।
ভিপি ও সমাজসেবা সম্পাদক ছাড়া ডাকসুর মোট ২৫টি পদের মধ্যে ২৩টিতেই জয়লাভ করে ছাত্রলীগ মনোনীত প্রার্থীরা। সমাজসেবা সম্পাদক পদে জয়লাভ করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আখতার হোসেন।
এছাড়া ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত অন্যান্যরা হলেন স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদে সাদ বিন কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আরিফ ইবনে আলী, কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে বি এম লিপি আক্তার, আন্তর্জাতিক সম্পাদক পদে শাহরিমা তানজিনা অর্নি, সাহিত্য সম্পাদক পদে মাজহারুল কবির শয়ন, সাংস্কৃতিক সম্পাদক পদে আসিফ তালুকদার, ক্রীড়া সম্পাদক পদে শাকিল আহমেদ তানভির ও ছাত্র পরিবহন সম্পাদক পদে শামস-ই-নোমান।
এছাড়া সদস্য পদে সদস্য পদে যোশীয় সাংমা চিবল, নজরুল ইসলাম, রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম ঐতিহ্য, তানভীর হাসান সৈকত, রাইসা নাসের, সাবরিনা ইতি, ফরিদা পারভিন, নিপু ইসলাম তন্বী, রফিকুল ইসলাম সবুজ, সাইফুল ইসলাম রাসেল, তিলোত্তমা শিকদার, ও মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন।