রাফাল চুক্তিতে দুর্নীতি নিয়ে যখন বিপাকে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি, তখন এক নতুন তথ্য হাজির করলো অভিযুক্ত কেন্দ্রীয় সরকার। তারা ‘রাফাল চুক্তি’র সমস্ত ফাইল চুরি হয়ে গেছে বলে উল্লেখ করে সুপ্রিম কোর্টকে পুনর্বিবেচনার আপিল খারিজের আবেদন জানান। অ্যাটর্নি জেনারেল বেণুগোপাল জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেই রাফাল’র ফাইল চুরি হয়েছে এবং তার খোঁজে গোপন তদন্ত চলছে।
গতকাল বুধবার রাফাল মামলার শুনানি হয়। সেখানেই এই তথ্য প্রকাশিত হয়। অ্যাটর্নি জেনারেল আরও জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থেই সেগুলি আদালতকে দেখানো যাচ্ছে না৷ এতে করে কেন্দ্রীয় সরকারে অস্বস্তি কিছুটা হলেও প্রশমিত হয়েছে।
উল্লেখ্য, গত বছর ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানায়, রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই৷ রাফাল চুক্তি নিয়ে তদন্তের প্রয়োজন নেই। এই চুক্তিতে আর্থিক দুর্নীতি হয়নি। ১২৬-এর জায়গায় ৩৬টি বিমান কেনা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে প্রশ্ন তোলা হয়েছে তা একেবারেই অনুচিত, রায় দেয় শীর্ষ আদালত। এছাড়া, বিমান কেনার প্রক্রিয়ায় কোনও সমস্যা নেই । তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাণিজ্যিক পক্ষপাতিত্বের যে অভিযোগ উঠেছে তাও ভিত্তিহীন কারণ এর কোনও প্রমাণ পাওয়া যায়নি, জানায় সুপ্রিম কোর্ট।
এরপরই রায়ের পুনর্বিবেচনার দাবি জানিয়ে মামলা করেন প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা, অরুণ সৌরি ও আইনজীবী প্রশান্ত ভূষণ৷