উত্তর কোরিয়া যদি পুনরায় ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র পুননির্মাণ করে তবে দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের প্রতি ‘খুব হতাশ’ হবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যদি রকেট উৎক্ষেপণ কেন্দ্র পুননির্মাণের খবর সত্যি হয়, তবে তিনি উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধানের কিম জং উনের প্রতি খুব হতাশ হবেন।
গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে উত্তর কোরিয়ায় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্ল্যান্টে নতুন কার্যক্রম শুরু হওয়ার খবর প্রকাশিত হয়। যার প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি কার্গো যানবাহনের বহর রাজধানী পিয়ংইয়ংয়ের সানুমডঙ্গে একটি কারখানায় চিহ্নিত করা গেছে। যেটি উত্তর কোরিয়ার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎপাদন করেছিল, যা যুক্তরাষ্ট্রের হামলা সামলাতে সক্ষম। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএস) উদ্ধৃতি দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে দক্ষিণ কোরিয়ার জুংআং ইলবো, দঙ্গা ইলবো পত্রিকা ।
জুংআং ইলবো পত্রিকার ভাষ্যমতে, ক্ষেপণাস্ত্র সম্পর্কিত কার্যক্রম প্রত্যক্ষ করার বিষয়টি গত মঙ্গলবার রাজনীতিবিদদের বলেছেন গোয়েন্দা প্রধান সুহ হুন।
সুহের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি আরো বলছে, উত্তর কোরিয়া ইয়ংবয়ন পারমাণবিক কমপ্লেক্সে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অথচ এর আগের দিন বিপরীতধর্মী একটা রিপোর্ট প্রকাশ হয়েছে। জাতিসংঘের আনবিক অনুসন্ধানী দলের প্রাপ্ত তথ্যের সাথে একমত পোষণ করে যেটি বলছে, গতবছর থেকে কোন কার্যক্রম চলেনি।
উল্লেখ্য, গত বছর সিঙ্গাপুরে এক দ্বি-পাক্ষিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। এরপর শান্তির নিমিত্তে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র উৎক্ষেপন কেন্দ্রগুলো ধ্বংস করার পদক্ষেপ নেয়। কিন্তু সম্প্রতি ভিয়েতনামের অনুষ্ঠিত বৈঠক ব্যর্থ হওয়ার পের এই খবর প্রকাশিত হলো। যা উত্তর কোরিয়াকে নতুন সিদ্ধান্ত গ্রহণে আগ্রহী করে তুলতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। যদিও উত্তর কোরিয়া এ বিষয়ে কোন মন্তব্য করেনি।