“সারাদেশে ২৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে” বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত দশ বছর ধরে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়েই আসছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই মামলা বেড়ে যায় কয়েকগুণ। উন্মত্ত হয়ে ওঠা ক্ষমতাসীনরা বিরোধীদলের মৃত ব্যক্তির নামেও মামলা দিয়েছে। রাজনৈতিক এই নিপীড়নের মধ্যেও জনগণের জন্য লড়াই করে যাচ্ছে দলটি।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম তাদের বিরুদ্ধে চলমান এই নিপীড়নের কথা বলেন।
তিনি বলেন, যতই নির্যাতন-নিপীড়ন করা হোক না কেন বিএনপিকে ধ্বংস করা যাবে না। সারাদেশে ২৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কারণ বিএনপির রাজনীতিটা ধ্বংস করতে চায় তারা। যতই ধ্বংসের চেষ্টা করা হোক না কেন বিএনপি ফিনিক্স পাখির মতোই জেগে উঠবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বিএনপির শক্তি জনগণ, যতই চেষ্টা হোক, এ দলকে ধ্বংস করা যাবে না। সরকার যতই চেষ্টা করুক বিএনপি কে ধ্বংস করতে পারবে না। যতই নির্যাতন, নিপীড়ন আসুক জাতীয়তাবাদীরা পতাকা তুলে ধরে এগিয়ে যাবে। শুধু দল নয়, জাতির প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। অতীতেও বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। বিএনপির শক্তি হচ্ছে সাধারণ মানুষের কাছে।
আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনে ছাত্রদল অংশ নিয়েছে, খুশি হয়েছি। জয় পরাজয় বড় কথা নয়। তাদেরকে অবস্থান জানান দিতে হবে।
সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে ও ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবীবসহ অনেকে।