ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করতে পাকিস্তান এফ-১৬ ব্যাবহার করেছে কিনা? — সে প্রশ্নে পাকিস্তানকে একহাত নিতে চেয়েছিল ভারতের মিত্র আমেরিকা। তা নিয়ে ইতিমধ্যে তথ্য-উপাত্ত সংগ্রহও শুরু করেছিলো তারা। কিন্তু এরই মধ্যে সংবাদমাধ্যম সিএনএন সে গুড়ে বালি ঢেলে দিল। তারা খবর প্রকাশ করেছে যে, ভারতীয় বিমান ভূপাতিত করতে পাকিস্তান জেএফ-১৭ ব্যবহার করেছে।
জেএফ-১৭ তৈরি করেছে পাকিস্তান-চীন যৌথভাবে। যার নকশা করেছে চীন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভারতীয় বিমান বাহিনী একটি যুদ্ধ বিমান ভূপাতিত করতে হয়ত জেএফ-১৭ বিমান ব্যবহার করেছে। ভূপাতিত করার পর ভারতীয় মিগ-২১’র পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্থমানকে পাকিস্তান আটক করতে সক্ষম হয়েছিল। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের আকাশে ‘ডগ ফাইটে’ ভূপাতিত হয় মিগ-২১।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক সোভিয়েত আমলে তৈরি মিগ-২১ যুদ্ধ বিমান ১৯৬০এর দশক থেকে ব্যবহার করছে ভারত। বর্তমানে ভারতের প্রায় ২০০ মিগ রয়েছে এবং একে ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।