আমি নোবেলের যোগ্য নই : ইমরান খান

আমি নোবেলের যোগ্য নই : ইমরান খান

পাক-ভারত উত্তেজনায় বিস্ময়কর ভূমিকা পালন করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল পুরস্কার প্রদানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পিটিশন চালু হয়েছিল। এবার সে বিষয়ে নিজের টুইটারে মুখ খুললেন ক্যাপ্টেন। জানালেন, তিনি নোবেলের যোগ্য নন। অন্যকেউ এই নোবেলের যোগ্য।

আজ সোমবার সকালে ইমরান খান তার ওই টু্ইট বার্তায় জানান, “সেই ব্যক্তিই নোবেলের যোগ্য যিনি উপমহাদেশের শান্তি ও মানবিক উন্নয়নের জন্য কাশ্মিরিদের আকাঙ্ক্ষা অনুযায়ী কাশ্মির সংকট সমাধান করবেন।” এ থেকেই স্পষ্ট হয়, কাশ্মির ইস্যুতে ইমরান খান রাষ্ট্রীয় স্বার্থের চেয়ে সেখানকার আপামর জনগণের দাবিকেই অধিক গুরুত্ব দেন।

উল্লেখ্য, প্রায় চার লক্ষ মানুষ ইমরান খানকে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়ে অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছে। ‘নোবেল পিস প্রাইজ ফর ইমরান খান’ হ্যাসট্যাগে চলছে এই ক্যাম্পেইন। অন্যদিকে গত শনিবার ইমরান খানকে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়ে পাকিস্তানের সংসদ অধিবেশনে এক প্রস্তাব উত্থাপন করেন সেদেশের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি। যার প্রেক্ষিতেই ইমরান খানের টুইট বার্তা।

পাক-ভারত উত্তেজনার পর থেকে শাসরুদ্ধকর পরিস্থিতি চলছিল। ভারতের বিমান হামলার জবাব দিতে পাকিস্তান আক্রমণ করলে আটক হয় ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্থমান। সবাইকে অবাক করে দিয়ে ‘শান্তির স্বার্থে’ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাকে মুক্তির ঘোষণা দেন। গত পহেলা মার্চ তাকে মুক্তি দেয়া হয়।