ভেনেজুয়েলায় চলমান সংকট মোকাবেলা করতে বিশ্ববাসীকে হস্তক্ষেপের পরিবর্তে সাহায্যের আহ্বান জানিয়েছিলো রাশিয়া। এবার তারাই বাড়িয়ে দিল সাহায্যের হাত। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ’র দপ্তর রাশিয়ার মস্কোতে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
এই তেল কোম্পানিটির বর্তমান দপ্তর পর্তুগালের রাজধানী লিবসনে রয়েছে। অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দিয়ে ‘ব্যাংক অব ইংল্যান্ড’ ভেনেজুয়েলার ১২০ কোটি ডলার মূল্যের স্বর্ণ বাজেয়াপ্ত করেছে। যার ফলে দেশটি ইউরোপের দেশগুলোকে তাদের সম্পদের জন্য অনিরাপদ মনে করছে। এ বিষয়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেন, ব্রিটিশ ব্যাংকে সংরক্ষিত ভেনিজুয়েলার সম্পদ এখন ফেরত দিতে রাজি হচ্ছে না লন্ডন। কাজেই ইউরোপের কোনো দেশেই ভেনিজুয়েলার সম্পদ নিরাপদ নয় বলে তিনি উল্লেখ করেন।
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট গতকাল শুক্রবার রাশিয়া সফরে গিয়ে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। তিনি বলেন, নিজের তেল উৎপাদনের লক্ষ্যে রাশিয়ার তেল কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা শক্তিশালী করতে চায় কারাকাস।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ভেনেজুয়েলা ইস্যুতে রাশিয়া আরও শক্ত অবস্থান গ্রহণ করলো। পিডিভিএসএ ভেনেজুয়েলার জাতীয় বাজেটে একতরফাভাবে রপ্তানি আয় জোগান দেয়। বিরোধীদলের নেতা গুইডো নিজেকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করলে আমেরিকা তাকে স্বীকৃতি দিয়ে পিডিভিএসএ’র উপর নিষেধাজ্ঞা আরোপ করে। যার ফলে ভেনেজুয়েলায় অর্থনৈতিক ধ্বস নামার সম্ভাবনা দেখা দেয়।