চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান-ভারত যেখানে কোন কারণ ছাড়াই লিপ্ত হয়ে যায় খুনোখুনিতে। সেখানে অনন্য এক নজির স্থাপন করতে যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চলমান যুদ্ধে আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ‘শান্তির স্বার্থে’ আগামীকাল শুক্রবার তাকে মুক্তি দেয়া হবে। আজ বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় সংসদের অধিবেশনে বক্তৃতাকালে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে ‘কাশ্মির বিস্ফোরণ’এ ভারতের রিজার্ভ পুলিশের ৪৪ জওয়ান নিহত হন।
কোন প্রমাণ ছাড়াই জঙ্গিদের মদত দেওয়ার জন্য ইসলামাবাদকে অভিযুক্ত করে এর মোক্ষম জবাব দিতে গত ২৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সীমান্তনীতি লঙ্ঘন করে পাকিস্তান ভূখণ্ডে আক্রমণ করে। এই হামলা নিয়ে ভারতীয় মিডিয়া ও প্রশাসন প্রপাগান্ডা চালাতে থাকে। জাতীয় সংসদের অধিবেশনে বক্তৃতাকালে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা জানিয়েছেন। নিজ ভূখণ্ডে হামলার পাল্টা জবাব দিতে ভারত ভূখণ্ডে হামলা করে পাকিস্তান। সে হামলায়ই আটক হয় পাইইলট উইং কমান্ডার অভি নন্দন।
অন্যদিকে ভারত যুদ্ধ যুদ্ধ উত্তেজনা ছড়ালেও পাকিস্তান শান্তির কথাই জানাচ্ছিলেন। যদিও বুধবার বিকেলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে সতর্ক করে বলেন, ‘যে অস্ত্র আপনাদের আছে, সে অস্ত্র আমাদেরও আছে। যুদ্ধ বেঁধে গেলে কিন্তু পরিস্থিতি কারোরই নিয়ন্ত্রণে থাকবে না।’ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারতকে শান্তির স্বার্থে সংলাপে বসার আহ্বানও জানান তিনি।