স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এ. আর. এম আসিফুর রহমান।
আজ দুপুর দেড়টার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এই নির্বাচন শিক্ষার্থীদের অধিকার ফিরে পাওয়ার লড়াই ৷ কারণ তিন দশকের বঞ্চনায় তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে ৷
নিরপেক্ষ নির্বাচন হলে জিএস পদে জয় লাভ করবেন মর্মে চ্যালেঞ্জ জানিয়ে আসিফুর রহমান বলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি প্রশাসন ১১ মার্চ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে, তবে আমি আসিফুর রহমান জয় নিয়ে ফিরবো।
এসময় তিনি ভোট গ্রহণের সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাড়ানোর দাবি করেন। তিনি বলেন, দুপুর দুইটার মধ্যে সকল আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীর ভোট গ্রহণ কখনোই সম্ভবপর নয়; ভোট গ্রহণের সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৃদ্ধির দাবি জানাচ্ছি।
দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করা আসিফ ত্বাসিন দাবি করেন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে যেখানেই অসঙ্গতি দেখেছেন সেখানেই তিনি তা বলার চেষ্টা করেছেন। তিনি বলেন, “এর আগে বহুবার প্রশ্ন ফাঁসের প্রমাণ নিয়ে শিক্ষকদের দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু তা পত্রিকার পাতাতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু গত বছরের ঘ ইউনিটের প্রশ্ন ফাঁসের ঘটনা আমাদের চোখ নতুন করে উন্মোচিত করেছে। এবারও সর্বপ্রথম সাংবাদিকরাই আওয়াজ তুলেছেন।”
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হিসেবে চাকুরিরত আছেন অভিযোগ করে গতকাল কয়েকটি নিউজ পোর্টাল আসিফুর রহমান গঠনতন্ত্র অমান্য করে প্রার্থী হয়েছেন বলে সংবাদ প্রকাশ করে। এই ব্যাপারে জানতে চাইলে আসিফুর রহমান বলেন, আমি গত ২৫ তারিখ চাকুরি ছেড়েছি। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনওপ্রকার চাকুরির সাথে যুক্ত নই।