পাকিস্তানের পাল্টা হামলা : বিধ্বস্ত ২ বিমান, আটক ৩ পাইলট

পাকিস্তানের পাল্টা হামলা : বিধ্বস্ত ২ বিমান, আটক ৩ পাইলট

ভারতের বিমান হামলার জবাব দিতে বেশি সময় নিলো না পাকিস্তান। সীমান্ত পেরিয়ে এসে বিমান হামলার একদিন পরই তা ফিরিয়ে দিল তারা। আজ বুধবার পাকিস্তানের এ হামলায় ভারতের দু’টি বিমান ভূপাতিত হয়েছে এবং আটক করা হয়েছে তিনজন পাইলটকে। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি সরাসরি যুদ্ধে লিপ্ত হলো।

পাকিস্তানের আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর টুইটার বার্তায় এবং পরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। মূলত গত মঙ্গলবার ভারত ‘কাশ্মির বিস্ফোরণ’র জন্য পাকিস্তানকে দায়ী করে আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করে স্বাধীন সার্বভৌম পাকিস্তানে বিমান হামলা ঘটায়। তাৎক্ষণিকভাবে পাকিস্তান বিমান বাহিনী আত্মরক্ষার প্রেক্ষিতে আক্রমন করলে একটি বিমান ভূপাতিত হয়। এই হামলার পর ভারতীয় মিডিয়া এবং সরকার প্রোপাগাণ্ডা চালাতে থাকে যে তারা জঙ্গি ঘাঁটিতে হামলা করেছে। আসলে তা নয়। যার ফলে পাকিস্তান গতকাল থেকেই পাল্টা আক্রমনের প্রস্তুতি নিতে থাকে। নিরাপত্তা পরিষদের বৈঠকসহ ওআইসি, সৌদি, আরব আমিরাতের সাথে জরুরি যোগাযোগ করে।

যার প্রেক্ষিতে আজ পাকিস্তান হামলা করেছে। এই হামলায় একটি বিমান পাকিস্তান নিয়ন্ত্রিত আযাদ কাশ্মিরে ভূপাতিত হয়েছে। অন্যটি ভারত অধ্যুষিত কাশ্মিরে। এছাড়াও এলওসি বরাবর হামলা চালিয়েছে পাকিস্তান মিলিটারি।