ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ভিপি ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানিকে জিএস প্রার্থী করে ডাকসু নির্বাচনের জন্য প্যানেল দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
আজ দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের ডাকসু নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সঞ্জিত চন্দ্র দাস এই প্যানেল ঘোষণা করেন।
এছাড়া সহ সাধারণ সম্পাদক পদের জন্য ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে প্রার্থী করেছে ছাত্রলীগ।
মোট ২৫জনের এই প্যানেলে অন্যান্যদের মধ্যে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে সাদ বিন কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আরিফ ইবনে আলী, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে বি.এম লিপি আক্তার, আন্তর্জাতিক সম্পাদক পদে শাহরিমা তানজিনা অর্নি, সাহিত্য সম্পাদক পদে মাজহারুল কবির শয়ন, সংস্কৃতি সম্পাদক পদে শামস্ ই নোমান, ক্রীড়া সম্পাদক পদে শাকিল আহমেদ তানভীর, ছাত্র পরিবহণ সম্পাদক পদে রাকিব হাওলাদার, সমাজ সেবা সম্পাদক পদে আজিজুল হক সরকার এবং বাকি ১৩টি সদস্য পদে চিবল সাংমা, নজরুল ইসলাম, রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম ঐতিহ্য, তানভীর হাসান সৈকত, রাইসা নাসের, সাবরিনা ইতি, ইশাত কাশফিয়া ইরা, নিপু ইসলাম তন্বী, হাইদার মোহাম্মদ জিতু, তিলোত্তমা শিকদার, জুলফিকার আলম রাসেল ও মাহমুদুল হাসানকে প্রার্থী করা হয়েছে।
এছাড়া সংবাদ সম্মেলন থেকে বিভিন্ন হল সংসদের সংক্ষিপ্ত প্যানেলও ঘোষণা করেছে ছাত্রলীগ।
ছেলেদের হলগুলোর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু হলের ভিপি পদে আকমল হোসেন, জিএস পদে মেহেদী হাসান শান্ত; স্যার এ এফ রহমান হলের ভিপি পদে আব্দুল আলিম খান, জিএস পদে আব্দুর রহিম (রাহিম সরকার ), সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি পদে জুলিয়াস সিজার তালুকদার, জিএস পদে এম. এম. কামাল উদ্দিন
বিজয় একাত্তর হলের ভিপি পদে সজিবুর রহমান সজিব, জিএস পদে নাজমুল হাসান নিশান; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভিপি পদে আব্দুল্লাহ জোবায়ের, জিএস পদে হাসিবুল হাসান শান্ত; পল্লিকবি জসিম উদ্দিন হলের ভিপি পদে ফরহাদ উদ্দিন, জিএস পদে ইমাম হাসান; সার্জেন্ট জহুরুল হক হলের ভিপি পদে সাইফুল্লাহ আব্বাসী (অনন্ত), জিএস পদে রিফাত উদ্দীন; হাজী মুহাম্মদ মহসীন হলের ভিপি পদে তৌহিদুল হক শিশির, জিএস পদে মেহেদি হাসান মিজান; জগন্নাৎ হলের ভিপি পদে উৎপল বিশ্বাস, জিএস পদে কাজল দাস; মাষ্টারদা সূর্যসেন হলের ভিপি পদে মারিয়ান জামান খান সোহান, জিএস পদে সিয়াম রহমান; ফজলুল হক মুসলিম হলের ভিপি পদে শাহরিয়ার সিদ্দিক শিশিম, জিএস পদে মাহফুজুর রহমান, অমর একুশে হলের ভিপি পদে তামিম মৃধা, জিএস পদে আহসান হাবিব; শহিদুল্লাহ হলে ভিপি পদে হোসেন আহমেদ সোহান, জিএস পদে ইরফানুল হাই সৌরভকে প্রার্থী করা হয়েছে।
মেয়েদের হলগুলোর মধ্যে সুফিয়া কামাল হলের ভিপি পদে ইশরাত জাহান ইভা, জিএস পদে সুলতানা নদী; বেগম রোকেয়া হলের ভিপি পদে ইসরাত জাহান তন্বী, জিএস পদে নাইমা প্রমী; শামসুন্নাহার হলের ভিপি পদে ইয়াসমিন শান্তা, জিএস পদে আরাফাত জাহান লাকী; কুয়েত মৈত্রী হলের ভিপি পদে রাজিয়া সুলতানা কথা, জিএস পদে শাওলীন জাহান সেঁজুতি; বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলের ভিপি পদে কোহিনুর আক্তার রাখী, জিএস পদে সারা বিনতে জামাল প্রার্থী করা হয়েছে।
প্যানেল ঘোষণা শেষে সঞ্জিত চন্দ্র দাস সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ ছাত্রমৈত্রীর প্যানেল ঘোষণা :
বাংলাদেশ ছাত্রমৈত্রী ঢাবি শাখার সভাপতি মোঃ রাসেল শেখকে ভিপি(সহ-সভাপতি) ও ঢাবি শাখার সহ-সভাপতি সনম সিদ্দিকী শিতিকে জিএস(সাধারণ সম্পাদক) প্রার্থী করে আসন্ন ডাকসু নির্বাচনের জন্য প্যানেল দিয়েছে বাংলাদেশ ছাত্রমৈত্রী।
আজ দুপুর একটার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে তারা এই প্যানেল ঘোষণ করেন।
এছাড়া সংবাদ সম্মেলন থেকে আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা-সংকট ও তা সমাধানের লক্ষ্যে প্রশাসনের স্বৈরতন্ত্র রোধ, ক্যাম্পাসে ধর্মাশ্রয়ী-সাম্প্রদায়িক মৌলবাদী ছাত্রসংগঠনের রাজনীতি নিষিদ্ধ করা সহ তারা মোট ১১ দফা দাবির কথা উল্লেখ করেন।
তাদের প্যানেলে অন্যান্যদের মধ্যে রয়েছে সহ-সাধারণ সম্পাদক সানজীদা বারী, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোফাজ্জেল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আরাফাত রহমান, কমনরুম ও ক্যাফেটারিয়া সম্পাদক এমিলি শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফুল বিন শফি রাব্বি, সাহিত্য সম্পাদক আয়েজীদ ইসলাম হিমু, সংস্কৃতি সম্পাদক সাকিব সাদেকিন, ক্রিড়া সম্পাদক তানজিরুল ইসলাম তুহিন, ছাত্র পরিবহন সম্পাদক রহমতুল্লাহ বাহাদুর, সমাজসেবা সম্পাদক লুৎফুল হাসান সাগর।
সদস্য: মো. ফয়সাল, অনিন্দ্য আদিত্য, জুয়েল রানা, মনীষা রায়, মারুফ কায়সার, আহাম্মদ সানি, সুমনা সুলতানা, হামিদ খান ভাসানী, মোহাম্মদ ইয়াছিন, আরমান মোহাম্মদ সাজ্জাদ, এস এম শাহ জনি, এস রায়হান ও মো. হানিফ শেখ।
প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ ডাকসুর পাশাপাশি হল ছাত্র সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।