ভেনেজুয়েলায় সেনাবাহিনীর গুলিতে নিহত দুজন

ভেনেজুয়েলায় সেনাবাহিনীর গুলিতে নিহত দুজন

যুক্তরাষ্ট্র এবং তাদের সকল মিত্রশক্তির কাছ থেকে যে কোন রকম মানবিক সাহায্য ভেনিজুয়েলায় প্রবেশ নিষিদ্ধ করেছে সেদেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বন্ধ করা হয়েছে সীমান্ত। শুক্রবার ব্রাজিল সীমান্ত দিয়ে ভেনেজুয়েলার মানুষ ত্রাণ সংগ্রহ করতে গেলে সেনাবাহিনীর গুলিতে নিহত হয় দুইজন।

শুক্রবার এই সহিংসতা শুরু হয় কুমারাকাপায় নামের একটি গ্রামে। ভেনেজুয়েলার দক্ষিণদিকে অবস্থিত গ্রামটি। গ্রামের ভেতর দিয়ে একটি সেনাদল প্রদক্ষিণ করছিল এবং গ্রামের স্থানীয় মানুষ ভেবেছিল ত্রাণ সংগ্রহে বাধা দিতেই সেনাদের আগমন। স্থানীয় জনতা সেনাদলটিকে বাধা দিলে শুরুহয় সংঘর্ষ।

এদিকে ব্রাজিল সরকারের বিবৃতি থেকে জানা গিয়েছে সে দেশের বোয়া ভিস্তা শহরে ২০০ টন ওষুধ ও খাদ্য সামগ্রী ত্রাণ হিসেবে মজুদ রয়েছে যা ভেনেজুয়েলায় পাঠানোর কথা। এদিকে মাদুরো ব্রাজিল সীমান্তও বন্ধ করার নির্দেশ দিয়েছেন। সেদেশ থেকে কোনরকম সহায়তা প্রবেশের ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

এদিকে বিরোধী নেতা জোয়ান গুয়াইডোর আহ্ববানে কলাম্বিয়ায়ও মজুদ রয়েছে বিপুল পরিমাণের ত্রাণ সামগ্রী। গত সপ্তাহে কলাম্বিয়ার কুকুটা শহরে রাখা হয়েছে এসব ত্রাণ। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সহ এর মিত্র রাষ্ট্রগুলো গুয়াইডোকেই ভেনেজুয়েলার ন্যয্য রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি দিয়েছে।

শুক্রবার কুকুটা শহরের নিটকবর্তী সীমান্ত টাচিরা ফ্রণ্টইয়ারও বন্ধ করার নির্দেশ দিয়েছে মাদুরো। গুইয়াডোকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার পরেই বন্ধ করা হয় সীমান্ত। জানা গিয়েছে দেশের বাহিরে গুয়াইডোর একটি চ্যারিটি কন্সার্টে উপস্থিত হওয়ার কথা ছিল। ওই কন্সার্টের প্রাপ্ত অর্থ দিয়ে গঠিত হওয়ার কথা ছিল ত্রাণ তহবিল।

গতমাসে নিজেকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি দাবি করে গুয়াইডো। তারপর থেকেই সেদেশে শুরু হয় মারাত্মক রাজনৈতিক অস্থিরতা। গুয়াইডো তার সেদেশের মারাত্মক মানবিক সংকটের জন্য বিশ্ব দরবারে সহায়তার চায়। অন্যদিকে তার দেশে কোনরকম মানবিক বিপর্যয় হয়নি বলে দাবি করে মাদুরো। যদিও অনেক আগে থেকেই সেদেশের ভয়াবহ খাদ্য ও ওষুধ সংকটের কথা আলোচিত ছিল বিশ্ব গণমাধ্যমে।

কুমারাকাপায় গ্রামের একজন স্থানীয় নেতা রিচার্ড ফারনান্দেজ সাংবাদিকদের জানায় সেনারা তাদের গ্রামে ঢুকলে বাধা দেয় জনগণ এবং তারপরপরই স্থানীয় জনগণের উপর গুলিবর্ষণ করে তারা। হতাহত হয় অসংখ্য।

“ত্রাণ সংগ্রহ করতে চাইলে বাধা দেওয়া হয় আমাদের। আমি নিজে তাদেরকে (সেনা) সকল ত্রাণ ফিরিয়ে দিতে চেয়েছি। তবুও গুলি করা হয় আমাদের উপর।“

সরকারি সূত্রে জানা যায় ঐ হামলায় নিহতের সংখ্যা ২ এবং মোট আহত হয় ১৫ জন।

ভেনেজুয়েলার স্টেট গভর্নরের কার্যালয় থেকে জানানো হয় হামলার পরপর মারাত্মক ভাবে আহত ৭ জনকে নিয়ে যাওয়া হয় ব্রাজিলের বোয়া ভিস্তা শহরের একটি হাসপাতালে।

মাদুরোর সমাজতান্ত্রিক পার্টির অতিগুরুত্বপূর্ণ নেতা ডিয়োসাদো ক্যাবেলো জানান ঐ এলাকার স্থানীয় জনগণ বিরোধী শক্তির ইন্ধনে সহিংসতা করে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালায়।