কাশ্মির বিস্ফোরণ নিয়ে ইমরান খানের বিবৃতি, পাল্টা হামলার হুমকি

কাশ্মির বিস্ফোরণ নিয়ে ইমরান খানের বিবৃতি, পাল্টা হামলার হুমকি

কাশ্মির বিস্ফোরণ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মুখ খুলেছেন। তিনি বলেছেন, “পাকিস্তানের উপর ভারত যে অভিযোগগুলো দিচ্ছে তার কোন রকম প্রমাণ নেই”। এছাড়া তিনি ‘হামলার পাল্টা হামলা’ বলে হুমকি দিয়েছেন। কাশ্মির বিস্ফোরণের পর থেকে ভারতীয় মিডিয়া ও প্রশাসন এই ঘটনার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে দায়ী করছে। এবং পাকিস্তানের বিরুদ্ধে এক রকম যুদ্ধ ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী ইমরান খান আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছেন।

আজ মঙ্গলবার ইমরান খান তার বিবৃতিতে বলেন, “আপনারা পাকিস্তানের বিরুদ্ধে দোষারোপ করছেন কোন প্রমাণ ছাড়া এবং এটাও না জেনে যে পাকিস্তান কি অর্জন করবে এই হামলা করে।” তাছাড়া ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করলে তারও জবাব দেওয়া হবেন বলে জানান তিনি। তিনি বলেন, পাকিস্তানের সরকার হামলার পর থেকেই হামলার তদন্তের স্বার্থে ভারতকে সহায়তা করতে চেয়েছে।

ইমরান খান আরও বলেন, “আমি বলছি, যদি আপনারা কোন রকম তদন্ত চান তবে আমরা প্রস্তুত রয়েছি। আপনাদের যদি কোন ন্যায্য গয়েন্দা তথ্য থাকে আমাদেরকে দিন, আমি কথা দিচ্ছি এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আর এই ব্যবস্থা আমরা বাইরের কোন চাপে নেবো এমনটা না। এই ব্যবস্থা নেওয়া হবে কারণ যারা পাকিস্তানের ভেতর থেকে এমন কাজ করতে পারে তারা পাকিস্তানের শত্রু। তারা আমাদেরকেই ক্ষতি করছে।”

তিনি আবারও জানিয়েছেন, পাকিস্তান ভারতের সাথে সন্ত্রাসবাদ প্রসঙ্গে বসতে রাজি আছে। তিনি বলেন, “এটা নতুন পাকিস্তান। আর এটা আমাদের করনীয় তালিকায় আছে যে আমাদের দেশ থেকে বাহিরে গিয়ে যদি কেউ হামলা করে তবে তা প্রতিহত করা।”

সৌদি যুবরাজ সালমান সফরের ঠিক আগে আগে হামলা হয়েছে। এই প্রসঙ্গ তুলে তিনি বলেন “আর এই হামলা আমরা করেছি তা কতটা বিশ্বাসযোগ্য? আমরা এত বড় একটা সফর আর সন্মেলন নিয়ে ব্যাস্ত ছিলাম এর মধ্যে কোন আহাম্মক চাইবে এমন ভাবে অন্তর্ঘাত করতে?”

পাকিস্তান হামলা করেছে কি করেনি এই সংশয় নিয়ে কথা বলেন পাকিস্তানের বিশ্লেষক জাহিদ হুসাইন।  তিনি বলেন, ভারতে যে গৃহজাত সন্ত্রাসবাদ জন্ম নিয়েছে এটা তারা মানতে নারাজ। এই কারণেই যে কোন মূল্যে তারা পাকিস্তানের উপর দোষ চাপাতে চাইছে। তিনি আরও বলেন, কাশ্মিরে স্বাধীনতা আন্দোলন যেভাবে মাথাচাড়া দিচ্ছে তাতে সেখানকার আন্দোলনকারীরা সশস্ত্র হবেই। এরকম ঘটনা হওয়ারই ছিল।

কাশ্মিরের সন্ত্রাসবাদী সংগঠকদের পাকিস্তানের কোন সন্ত্রাসী সংগঠন যদি আতাত করেই থাকে তাও এটা প্রমাণ হয় না যে পাকিস্তান এই হামলার সাথে জড়িত। এই সকল সমস্যার শিকড় কাশ্মিরেই লুকিয়ে আছে।

তিনি ইমরান খানের বক্তব্যের প্রশংসা করে জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী যথোপযুক্ত ও ঠাণ্ডা মাথায় তার বক্তব্য দিয়েছেন।  হুসাইন বলেন, “এত অপবাদ শোনার পরেও তিনি সংলাপের আহবান জানিয়েছেন। তার শেষ বাক্যটি ছিল স্পষ্ট যে, যদি আমার দেশের বিরুদ্ধে ভারত কোন ব্যবস্থা নেয় তবে আমরাও তার জবাব দেবো।”