হানাদারদের লক্ষ্যে ফের বিদ্যালয়। ১৩ ফেব্রুয়ারি, বুধবার স্থানীয় সময় দুপুর ২:৩০ নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ কাশ্মিরের একটি বেসরকারি শিক্ষাক্ষেত্র। বিস্ফোরণে আহত অন্তত চৌদ্দো জনের মধ্যে গুরুতর আহত সাত জনকে শ্রীনগর হাসপাতালে উন্নততর চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকি সাত জন ভর্তি আছে কাকাপোরা প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে। অন্য একটি স্থানীয় সূত্র জানিয়েছে, অন্তত আটাশ জন গুরুতর আহত।
কাকাপোরা অঞ্চলের নারবাল গ্রামে অবস্থিত ফালাহ-ই-মিল্লাত কোচিং সেন্টারে দশম শ্রেণির পাঠ চলছিল তখন। সংবাদ সংস্থা এএনআই-কে শিক্ষক জাভেদ আহমেদ জানিয়েছেন, “আমি ক্লাস নিচ্ছিলাম। হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রেণিকক্ষ। কত জন শিক্ষার্থী আহত হয়েছে, সঠিক বলতে পারব না।” বুধবার সকালে বুদগাম জেলার গোপালপোরা এলাকায় কাশ্মিরের স্বাধীনতাকামী জনতার সঙ্গে ভারতীয় পুলিশের সংঘর্ষ চলছিল। দু’জন স্বাধীনতাকামী মানুষ নিহত হয়েছেন এই সংঘর্ষে। ওই এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি চলাকালীন ঘটেছে এই বিস্ফোরণ, তাই যথেষ্ট ধন্দ রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, এই বিস্ফোরণ কাণ্ডের নেপথ্যে কোন সংগঠন এবং কারা জড়িত আছে।