সুখবরের অপেক্ষায় সোলসকায়ার

সুখবরের অপেক্ষায় সোলসকায়ার

ডিসেম্বরের মাঝপথেও যা অসম্ভব বলে মনে হচ্ছিলো তা যেন এখন খুবই সম্ভব। আর এ অসম্ভবকে সম্ভব করার কারিগর ওলে গানার সোলসকায়ার। মোরিনহোর বিদায়ের সময় বিধ্বস্ত ইউনাইটেডের হাল ধরার সময় ভালোয় ভালোয় মৌসুমটা শেষ করতে পারাই ছিলো ইউনাইটেডের প্রধান লক্ষ্য। সোলসকায়ারের জাদুতে বদলে যাওয়া পয়েন্ট টেবিলের ছয়ে থাকা ইউনাইটেড এখন স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার।

সোলসকায়ারের অধীনে ১১ ম্যাচের ১০টিতেই জিতেছে ডেভিলসরা। একটি ম্যাচ করেছে ড্র। জিততে ভুলে যাওয়া ইউনাইটেডের জন্য যা অসাধারণ বললেও কম বলা হয়। শুধু জয়ের জন্যই না, বরং জয়ের ধরণ দিয়েও ডেভিলস সমর্থকদের মন জয় করে নিয়েছেন তিনি। তার পুরষ্কারও পাচ্ছেন হাতেনাতে। স্যার ফার্গুসনের পর প্রথম ইউনাইটেড ম্যানেজার হিসাবে জিতেছেন মাসের সেরা ম্যানেজারের খেতাব।

দ্য সান’এ প্রকাশিত খবর অনুযায়ী সোলসকায়ার তার এ সাফল্যের জন্য বড় পুরষ্কারই পেতে যাচ্ছেন। অন্তরবর্তীকালীন থেকে স্থায়ী কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। ফুলহামের বিপক্ষে ইউনাইটেডের শেষ ম্যাচের পর সোলসকায়ার আলোচনায় বসেছিলেন আভরাম গ্লেজারের সাথে। বোর্ড মিটিংয়ে নাকি এ বিষয়ে সিদ্ধান্ত হয়েও গিয়েছে কিন্তু কৌশলগত কারণে মৌসুম শেষ হবার আগ পর্যন্ত সে ঘোষণাটি দিতে চাচ্ছে না ইউনাইটেড।

এমনটি ঘটলে ইউনাইটেড সমর্থকরাও বেশ খুশি হবে বলে ধারণা করা হচ্ছে। ইউনাইটেডের জার্সি গায়ে ওলের রয়েছে বর্ণালি এক অতীত। স্যার ফার্গুসনের বিদায়ের পর ভ্যান গাল, মোরিনহোর মত কোচদের অধীনে হারিয়েই গিয়েছিলো ইউনাইটেড। ফল বিপর্যয়ের সাথে বিরক্তিকর খেলায় মাঠ বিমুখ হতে শুরু করেছিলো সমর্থকরা। সেখানে ওলে যেন এক পশলা শান্তির বৃষ্টি। ফল তো পক্ষে আসছেই, সাথে ইউনাইটেডও খেলছে মন মাতানো ফুটবল। সাম্প্রতিক সময়ে ঘরের ছেলেদেরই কোচ হিসাবে সফল হতে দেখা যাচ্ছে, ওলে কি পারবেন সে ধারায় নিজের নামটি যুক্ত করতে?