বরখাস্ত হচ্ছেন সারিগোল?

বরখাস্ত হচ্ছেন সারিগোল?

মৌসুমের শুরুতে তার নিয়োগটাই এসেছিলো বিস্ময় হয়ে। সাফল্য বুভুক্ষ বলে পরিচিত চেলসি কর্তা আব্রাহিমোভিচ সারিকে কেন নিয়োগ দিয়েছিলেন তার নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে। শুরুটা দারুণ করলেও মাঝপথে এসেই খেই হারিয়েছে চেলসি। সিটির বিপক্ষে ৬-০ গোলের পরাজয়ের পর সারির ভবিষ্যতের সামনে বসে গিয়েছে বেশ বড় প্রশ্নবোধক চিহ্ন।

চেলসির খেলায় ক্ষুদ্ধ এক সমর্থক ম্যাচ শেষে মাঠেই তার মেম্বারশিপ কার্ড ছুড়ে ফেলে দেন। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকা চেলসি সমর্থকদের জন্য এ পরাজয় হজম করা যে কঠিন ছিলো তা সে দর্শকের আচরণেই স্পষ্ট। ম্যাচ শেষে চেলসির ডিফেন্ডার অ্যন্তেনিও রুডিগার দর্শকদের কাছে গিয়ে ক্ষমা চান।

নিজ ফুটবল দর্শনের জন্য পরিচিত চেইন স্মোকার সারিকে নিয়ে আলোচনা চলছে ফুটবল বিশ্লেষকদের মধ্যেও। সিটির কাছে হারের পর টানেলে এক বিধ্বস্ত সারিকে দেখা গিয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই। সারির কতটা হতাশ তা বোঝা গিয়েছে ম্যাচের পর পেপ গার্দিওলার সাথে হ্যান্ডশেক ছাড়াই মাঠ ত্যাগের সময়।

মৌসুমের শুরুর দিকে প্রায় নিখুঁত এক চেলসির আচমকা এমন পরিণতি খুব বিস্ময়কর বলা যাবে না। সারি নিজেই বলেছেন এ দলের খেলোয়াড়দের মোটিভেট করা খুবই কঠিন একটি কাজ। যা সাম্প্রতিক সময়ের ফলাফলেও দৃশ্যমান। সিটির বিপক্ষের এই পরাজয়, যা গত ২৮ বছরের মধ্যে চেলসির সবচেয়ে বড় ব্যবধানের পরাজয় তার আগেই চেলসি বোর্নমাউথের বিপক্ষে বিধ্বস্ত হয়েছে ৪-০ গোলে।

শিরোপা সম্ভাবনা না থাকলেই চেলসির খেলোয়াড়দের হাল ছেড়ে দেবার এক আশ্চর্য মানসিকতাই যেন দেখা যাচ্ছে। যার ফলে মৌসুমের শুরুতে যে দলটিকে তারা ২-০ গোলে হারিয়েছিলো তাদের বিপক্ষে আসলো ৬-০ গোলের পরাজয়। পুরো দায়টা সারির ওপর চাপানো যেত যদি না চেলসির খেলোয়াড়দের অতীত সবার অজানা থাকতো।

চেলসির অন্দরে এটি এখন একটি নিয়মিত দৃশ্যতেই পরিণত হয়েছে যেন। পয়লা মোরিনহো তারপর কন্তে হয়ে এবার সারি। দু’জন তো বরখাস্ত হয়েছেনই, সারিই হবেন হবেন অবস্থায় রয়েছেন। নিয়ত এমন ঘটনা খেলোয়াড়দের নিবেদন নিয়েই প্রশ্ন তুলতে বাধ্য করছে। কোচ ছাটাইয়ের জন্য বিখ্যাত আব্রাহিমোভিচ এখনো কোন মন্তব্য না করায় আপাতত স্বস্তি পেতে পারেন সারি। তবে সামনে ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের ফলাফলও যদি এমন হয় তবে সারিগোলের চেলসি অধ্যায় শেষ হওয়াটা হবে সময়ের ব্যাপার মাত্র। দেখার বিষয় শেষ পর্যন্ত সারি চেলসির খেলোয়াড়দের মোটিভেট করে নিজের চাকরিটা বাঁচাতে পারেন কি না?