অবশেষে ঘোষণা করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০১৯’র তফসিল । সহাবস্থান ও হলের বাইরে ভোটকেন্দ্র স্থাপনসহ বিভিন্ন দাবিতে ছাত্রসংগঠনগুলোর আন্দোলনের মধ্যেই ঘোষণা করা হয়েছে তফসিল।
পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ সকাল সাড়ে দশটা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সংবাদ সম্মেলন করে তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক এস এম মাহফুজুর রহমান। এসময় তিনি বলেন, ডাকসু নির্বাচনে পদাধিকার বলে উপাচার্য মহোদয় সভাপতি থাকেন।
এছাড়া কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক ছাত্র পরিবহণ সম্পাদক, সমাজ সেবা সম্পাদক ও ১৩জন সদস্য পদসহ মোট ২৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ ১১ই ফেব্রুয়ারি সোমবার বিকেল চারটায় সংশ্লিষ্ট হলের নোটিশ বোর্ড এবং ডাকসুর ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা নিয়ে কোনও আপত্তি থাকলে ১৮ই ফেব্রুয়ারি সোমবার বিকেল চারটার মধ্যে সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসারের মাধ্যমে লিখিত আপত্তি দাখিল করতে হবে। ২০ই ফেব্রুয়ারি ২০১৯ বুধবার বিকেল চারটায় সংশ্লিষ্ট হলের নোটিশ বোর্ড এবং ডাকসুর ওয়েবসাইট ducsu.du.ac.bd তে প্রকাশ করা হবে চুড়ান্ত ভোটার তালিকা।
ডাকসু নির্বাচনেরর জন্য প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করতে পারবেন ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার হতে ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সময়ের মধ্যে সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ অফিস থেকে।
২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার বেলা ৯টা থেকে ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা দিতে হবে এবং ঐ দিনই দুপুর দুইটা থেকে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট কক্ষে মনোনয়নপত্রসমূহ রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই করা হবে।
প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২৭ ফেব্রুয়ারি বুধবার বেলা বারোটায়। সংশ্লিষ্ট হলের নোটিশ বোর্ড এবং ডাকসুর ওয়েবসাইটে ducsu.du.ac.bd তে পাওয়া যাবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। তালিকার ব্যাপারে কোনও প্রার্থীর আপত্তি থাকলে ২৮ ফেব্রুয়ারি দুপুর বারোটার মধ্যে তা লিখিতভাবে ডাকসুর সভাপতি(পদাধিকারবলে) মাননীয় উপাচার্যের নিকট লিখিতভাবে অবহিত করতে হবে।
কোনও প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে ২মার্চ ২০১৯ বেলা একটার মধ্যে লিখিত ও সাক্ষরকৃত আবেদনসহ ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসারের নিকট নিজের প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন।
৩ই মার্চ ২০১৯ শনিবার দুপুর ১টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। হল নোটিশ বোর্ড ও ডাকসুর ওয়েবসাইটে পাওয়া যাবে এই তালিকা। এছাড়া সম্পূরক ভোটের তালিকা প্রকাশিত হবে ৫ই মার্চ মঙ্গলবার ২০১৯ তারিখে।
১১ই মার্চ ২০১৯ সোমবার সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে সংশ্লিষ্ট হলে ভোটাররা বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এরপর ভোট গণনা করে নির্বাচন অফিসে ফলাফল ঘোষণা করা হবে।
হল সংসদে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, পাঠকক্ষ সম্পাদক, আভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক, সমাজসেবা সম্পাদক ও ৪ জন সদস্যসহ মোট ১৩টি পদে নির্বাচন হবে। হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ, জমা বাছাই ও প্রত্যাহারের তারিখ কেন্দ্রীয় সংসদের জন্য নির্ধারিত তারিখেই রাখা হয়েছে।
“তফিসিলে প্রচার-প্রচারণার ব্যাপারে কিছুর উল্লেখ নেই কেন?” এমন প্রশ্ন করা হলে চিফ রিটার্নিং অফিসার বলেন, “আজ কোনও ইন্টারভিউ হবে না”।
সংবাদ সম্মেলনে অন্যান্য রিটার্নিং অফিসার, প্রোক্টর গোলাম রাব্বানিসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।