এবারের মাদ্রিদ ডার্বিটায় নতুন রঙ লাগিয়েছিলেন মোরাতা এবং কর্তোয়া। কর্তোয়া অ্যাথলেটিকোতে লোনে তিন বছর কাটিয়ে চেলসি হয়ে যোগ দিয়েছেন রিয়ালে। অপরদিকে রিয়ালের যুবদল কস্তিয়া থেকে উঠে আসা মোরাতা যোগ দিয়েছেন অ্যাথলেটিকোতে। ম্যাচটি অ্যাথলেটিকোর মাঠে হবার ফলে কর্তোয়া কেমন সমাদর পান তা নিয়ে আগ্রহ ছিলো ফুটবল বোদ্ধাদের।
রোজা ব্লাংকোস সমর্থকরা প্রত্যাশা মতন উগ্র কায়দায়ই স্বাগত জানিয়েছে নিজেদের সাবেক এই গোলরক্ষককে। পুরো ম্যাচে কোর্তোয়াকে উদ্দ্যেশ্য করে তারা ছুড়ে মেরেছে একশটি’রও বেশি খেলনা ইদুঁর! অ্যাথলেটিকোর জার্সি গায়ে একশ’র বেশি ম্যাচ খেলা কর্তোয়ার রিয়ালে যাবার বিষয়টিকে যে অ্যাথলেটিকোর সমর্থকরা সহজ ভাবে নেয়নি ইদুঁর বৃষ্টি তার প্রমাণ।
তবে কর্তোয়া এ স্বাগত জানানোর কায়দাটিকে বেশ সহজভাবেই নিয়েছেন। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমি এটা সহজভাবেই নিয়েছি। যদি এটা তাদের খুশি করে তবে তাই সই। তারা যদি আমার মাথা সই করে কিছু ছুড়ে মারতে চায় মারতে পারে, সেটি বরং আমাকে ভালো খেলতে উৎসাহ যোগাবে।
কর্তোয়াকে মাদ্রিদের জার্সি গায়ে দেখাটাই শুধু না ম্যাচের ফলাফলও অ্যাথলেটিকো সমর্থকদের ক্ষেপিয়ে তোলার জন্য যথেষ্ট ছিলো। কাসেমিরো, রামোস এবং বেলের গোলে রিয়াল অ্যাথলেটিকোকে হারিয়েছে ৩-১ গোলে। সেই সাথে উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেও। এমন অবস্থায় ইদুঁর বৃষ্টি বোধহয় খুব একটা খারাপ লাগার কথা না!