মৃত সালাকে মক করলেন সাউথহ্যাম্পটনের দুই সমর্থক!

মৃত সালাকে মক করলেন সাউথহ্যাম্পটনের দুই সমর্থক!

ইংলিশ ফুটবলের জন্য ফেব্রুয়ারি মাসটা এমনিতেই শোকের। মিউনিখের মর্মান্তিক ট্রাজেডি এখনও ফুটবল সমর্থকদের কাঁদায়। সে মর্মান্তিক ঘটনায় এক শ্রেণির সমর্থক জন্ম দিয়েছিলো ন্যাক্কারজনক এক ঘটনার। যারা ইউনাইটেডের দুর্ঘটনায় পড়া সে দলটিকে নিয়ে বেধেছিলো ব্যঙ্গাত্মক এক গান। আজ এত বছর পরেও যেন নয়া আবতারে হাজির হলো সে বর্বরের দল।

মাত্রই কিছুদিন আগে খুঁজে পাওয়া গিয়েছে কার্ডিফ সিটির স্ট্রাইকার এমিলিও সালার লাশ। ২৮ বছরের এই স্ট্রাইকার এর লাশ খুঁজে পাবার পর পয়লাবার কার্ডিফ মাঠে নেমেছিলো সাউথহ্যাম্পটনের বিপক্ষে। সেন্ট মেরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছিলো এক মিনিট নীরবতা পালন করে, খেলোয়াড়দের বাহুতে ছিলো কালো আর্মব্যান্ড। সমর্থকরা পরে এসেছিলেন সালার নাম লেখা জার্সি গায়ে, মাঠে উড়ছিলো সালার ছবিযুক্ত ব্যানার। এমন পরিবেশে সাউথহ্যাম্পটনের দুই সমর্থক সালার প্লেন দুর্ঘটনাকে ইঙ্গিত করে দু’হাত প্রসারিত করে মক করছিলেন হাসিমুখে। তাদের সাথে সাথেই আটক করেছে পুলিশ। কার্ডিফের সমর্থকরা তাদের এ কর্মের সময় ‘সিক’ বলে ক্ষোভ প্রকাশ করছিলেন।

রেকর্ড ট্রান্সফার ফিতে কার্ডিফে যোগ দিলেও কার্ডিফের হয়ে কখনো মাঠে নামার সুযোগ পাননি তিনি। দলে যোগ দেয়ার উদ্দেশ্যে রওনা হবার পরে ইংলিশ চ্যানেলে বিধ্বস্ত হয় সালাকে বহনকারী বিমান। বেশ কিছুদিন খোঁজাখুজির পরে শেষে পাওয়া গিয়েছে সালাকে বহনকারী বিমানের ধ্বংসাবশেষ এবং সেখানেই পাওয়া গিয়েছে তার নিথর, নিস্তেজ দেহ। সালার দেহ খুঁজে পাবার সংবাদের পর সালার সাবেক ক্লাব নৎেঁ যেখানে তার জার্সিটিকে অবসর দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানে সাউথহ্যাম্পটনের দুই সমর্থক ঘটালেন এমন কাণ্ড।

সমর্থকদের এমন ন্যাক্কারজনক কাণ্ডে লজ্জিত সাউথহ্যাম্পটন। এক অফিসিয়াল বিবৃতিতে তারা জানিয়েছে, এমন আচরণের কোনো স্থান এ খেলায় নেই, এবং সেন্ট মেরি স্ট্যাডিয়ামে এমন আচরণ সহ্য করা হবে না। যারা এমন আচরণ করবে তাদের বিপক্ষে ক্লাব কঠোর অবস্থানে রয়েছে এবং কেউ যদি এমন আচরণ করে তাহলে ক্লাব তাদের মাঠে নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত নেবে। সাউথহ্যাম্পটন হ্যাম্পশায়ার পুলিশের সাথে একত্রে কাজ করছে সে দুই সমর্থকের ডিটেইল তথ্য যোগাড়ে জন্য।

বাম্বা এবং জোহরের দু’গোলে কার্ডিফ ম্যাচটি জিতেছে ১-২ গোলের ব্যবধানে।