ভালোবাসা দিবস উপলক্ষে অনুরাগ কাশ্যপ ও ঋতাভারী অভিনিত শর্টফিল্ম

ভালোবাসা দিবস উপলক্ষে অনুরাগ কাশ্যপ ও ঋতাভারী অভিনিত শর্টফিল্ম

অনুরাগ কাশ্যপ মানেই চমক, প্রথা ভাঙার আশ্বাস। ভালোবাসা দিবসে তার পরিচালনায় নতুন কোন চলচ্চিত্র না আসলেও আসছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘ফুল ফর লাভ’। গতকাল ৮ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে চলচ্চিত্রটির ট্রেইলার। আর সিনেমাটি মুক্তি পাবে ১১ ফেব্রুয়ারি। মুক্তি পাবে ‘লার্জ শর্ট ফিল্ম’র ব্যানারে।

শতরূপা সান্যালের পরিচালনায় শর্টফিল্মটিতে অনুরাগ কাশ্যপের বিপরীতে অভিনয় করছে ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী ঋতাভারী চক্রবর্তী। বিখ্যাত নাট্যকার স্যাম শেপার্ডের লেখা নাটক ‘ফুল ফর লাভ’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন শতরূপা। চলচ্চিত্রটি উৎসর্গও করা হয়েছে স্যাম শেপার্ডকে।

শর্টফিল্মের গল্পটি এক অ্যাঙ্গলো ইন্ডিয়ান দম্পতি অ্যালান আর বিট্রিশকে। দেড় বছর দূরে থাকার পর হঠাৎ একদিন অ্যালান ফিরে আসে বাড়িতে। ততদিনে আবার বিট্রিশের জীবনে নতুন সঙ্গী চলে আসে। অ্যালানের আগমনে দিশাহারা হয়ে পড়ে বিট্রিশ। যার ফলে সৃষ্ট মিশ্র প্রক্রিয়াই শর্টফিলমটির বিষয়বস্তু।

এক সাক্ষাৎকারে শতরূপা জানিয়েছেন, গল্পটা ভাববার সময়ই অ্যালানের চরিত্রটিতে তিনি অনুরাগকেই ভেবেছিলেন। এর আগে অনুরাগ এই প্রতিষ্ঠানে ব্যানারে ‘ছুরি’ শর্টফিল্মে অভিনয় করেছিলেন।

শর্টফিল্মটিতে অনুরাগের সঙ্গে বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্য রয়েছে ভারতীয় বাংলা অভিনেত্রী ঋতাভারীর। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ঋতাভারী বলেছেন, “ছবিতে কয়েকটা অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। তাই খুব অস্বস্তিতে ছিলাম আমি। সবসময়ে মনে হচ্ছিল যে ক্যামেরার পিছনে আমার মা রয়েছেন। মা আবার চিৎকার করে বলতেন যে আমার ভুল হচ্ছে। খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে কেটেছে শুটিংয়ের সময়টা।”

অনুরাগ কাশ্যপ এবং ঋতাভারী চক্রবর্তী দু’জনই চলচ্চিত্রের ভিন্নধারার কর্মী। তাই আশা করা হচ্ছে ‘ফুল ফর লাভ’ দর্শকপ্রিয়তা পাবে।