ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪২৫’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবছর উৎসবের ১৮তম আসর অনুষ্ঠিত হবে। আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত মোট ছয়দিন ব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র(টিএসসি) মিলনায়তনে।
আজ ৮ই ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক পিটার জেভিয়ার রোজারিও। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমার ভাষার চলচ্চিত্র’ ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত একটি নিয়মিত চলচ্চিত্র উৎসব, যা প্রতিবছর ফেব্রুয়ারি মাসে সাড়ম্বরে পালিত হয়। উৎসবটি মূলত ১৯৫২ সালের ভাষা শহিদদের স্মরণে আয়োজিত হয় এবং একই সাথে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বহন করে।
তিনি আরও বলেন, আগামী ১০ই ফেব্রুয়ারি উৎসবের উদ্বোধনি অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম শ আরেফিন সিদ্দিক উপস্থিত থাকবেন।
এছাড়া ১৩ই ফ্রেব্রুয়ারি তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদসহ বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিবর্গের উপস্থিতিতে পূর্ববর্তী বছরের শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রকে প্রদান করা হবে ‘হীরালাল সেন পদক’।
১৫ই ফেব্রুয়ারি ‘চলচ্চিত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা’ শীর্ষক বিশেষ সেমিনার পরবর্তী চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে পর্দা নামবে এই উৎসবের।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি আব্দুল কাইয়্যুম জয়, প্রচার সম্পাদক রায়ান কামাল হোসাইন, দপ্তর সম্পাদক জুবলী রহমতসহ প্রমুখ ব্যক্তিবর্গ।