যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেই বুধবার তাদের সন্ত্রাস বিরোধী জোটের সাথে কথা বলেন। তিনি সবাইকে আশ্বস্ত করেছেন যে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করার সাথে সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ থেমে যাবে না। তিনি দৃঢ়ভাবে আরও জানিয়েছেন যে সিরিয়া, ইরাকসহ সব দেশ থেকে আইএসআইএসকে চিরতরে নির্মূল করা হবে।
ঐ বৈঠকে ৭৯ দেশের পররাষ্ট্র মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন যারা সিরিয়া ও ইরাকে সশস্ত্র সন্ত্রাস নির্মূলে এতদিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করেছে। সবার উদ্দেশ্যে পম্পেই বলেন, “সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করা মানেই এই নয় যে আমেরিকা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ থামিয়ে দিয়েছে। এই যুদ্ধ থামবে না। আমরা সবাই এক সাথে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব”।
গত বছর ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার নিয়ে বলেন ‘মিশন একমপ্লিশড’। এর মাধ্যমে বিশ্ব ইঙ্গিত পেয়েছিল সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে রক্তের হোলি ও শরণার্থীদের জীবন নিয়ে খেলা কিছুটা বন্ধ হবে। তবে বুধবার মাইক পম্পেইর ভাষণে স্পষ্ট হল কিছুই থামতে যাচ্ছে না। পম্পেই বলেন “সিরিয়া থেকে সেনা প্রত্যাহার ছিলো আমাদের জন্য একটি নীতিগত সিদ্ধান্ত মাত্র। যা দরকারি ছিল। এটা সবকিছুতে একটি নতুন মাত্রা যুক্ত করবে। সহজভাবে বলতে গেলে আমাদের এই সিদ্ধান্ত পুরাতন যুদ্ধের একটি নতুন ধাপ।” তার কথায় আইএসআইএস’র বর্তমান অবস্থাও উঠে আসে। তিনি জানান বর্তমানে আইএসআইএস মারাত্মক হুমকির মুখে রয়েছে।
এদিকে ঐ বৈঠকেই তিনি স্বীকার করেন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে খোদ প্রশাসনের ও সেনাবাহিনীরই অনেক কর্মকর্তা অখুশি। সেনা প্রত্যাহার নিয়ে সেনা কর্মকর্তারা তাকে জানায় “সেনা প্রত্যাহারের ফলে সন্ত্রাসী গোষ্ঠীর উপর থেকে চাপ কমে আসবে।”