নয় বছর পর ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল

নয় বছর পর ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল

দীর্ঘ নয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে মধুর ক্যান্টিন কেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় হতে চায় বিএনপির ভ্রাতৃপ্রতিম এই সংগঠনটি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভিসির কার্যালয়ের সামনে জড়ো হন ছাত্রদলের নেতা-কর্মীরা। সেখান থেকে ভিসি বরাবর একটি স্মারকলিপি দেন।স্মারকলিপিতে ডাকসু নির্বাচন তিন মাস পেছানো ও ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবি জানায় তারা।

দীর্ঘ ২৯ বছর পরে আগামী মার্চে নির্বাচনের তোড়জোড় চলছে। শীঘ্রই ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। এজন্য দফায় দফায় চলছে বৈঠক। প্রতিদিনই ব্যস্ত সময় কাটাচ্ছেন উপাচার্য রিটার্নিং কর্মকর্তারাসহ ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। এরই মধ্যে প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে ছাত্র সংগঠনগুলোর। গঠনতন্ত্র সংশোধনী কমিটি চূড়ান্ত সুপারিশও করেছে।

জানা যায়, মধুর ক্যান্টিনে ছাত্রদল সর্বশেষ গিয়েছিল প্রায় ৯ বছর আগে। ২০১০ সালে। কিন্তু সে সময় ছাত্রলীগের হামলায় তৎকালীন ঢাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবদুল মতিন, যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম ও ছাত্রদল কর্মী মাইনুলসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হন। এরপর আর মধুতে ফেরেনি দলটি। যদিও ২০১৭ সালে ১০ আগস্ট ডাকসু আলোচনায় অংশ নিতে মধুর ক্যান্টিন প্রাঙ্গণে এসেছিলেন; কিন্তু সে সময়ও ছাত্রলীগের ধাওয়ায় চলে যেতে হয় তাদের।