ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ দফা দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। আজ দুপুরে দুপুরে উপাচার্য কার্যালয়ে এই স্মারকলিপি জমা দেন জোট নেতারা।
প্রগতিশীল ছাত্রজোটের দাবিগুলো হলো :
১. একাডেমিক ভবনগুলোতে ভোটকেন্দ্র স্থাপন করা।
২. ক্যাম্পাস ও হলে সব ছাত্রসংগঠনের সহাবস্থান ও স্বাধীন মতের পরিবেশ নিশ্চিত করা।
৩. গণরুম ও গেস্টরুম সংস্কৃতি উচ্ছেদ করে প্রথম বর্ষ থেকেই মেধা ও প্রয়োজনের ভিত্তিতে আসন বণ্টন।
৪. তফসিলের আগেই ডাকসু ও হল সংসদের ফি প্রদানকারী সব শিক্ষার্থীর ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করা। এবং
৫. শ্রেণিকক্ষে নির্বাচনী প্রচার ও প্রচারে জাতীয় নেতাদের অংশগ্রহণের ওপর আরোপিত বাধা বাতিল করা৷
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে স্মারকলিপি প্রদানের জন্য উপাচার্য কার্যালয়ে যান প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। স্মারকলিপি জমাদানের প্রাক্কালে এক সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামীলীগ-এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে আঘাত করেছে৷
স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের লিটন নন্দী বলেন, উপাচার্য বিষয়গুলো দেখবেন বলে জানিয়েছেন।
তবে সাংবাদিকরা উপাচার্যের সঙ্গে কথা বলতে গেলে উপাচার্যের প্রোটোকোল অফিসার আহসানুল কবির মল্লিক জানান, এখন বিষয়টি নিয়ে উপাচার্য কোনো কথা বলবেন না।