এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি। লিবিয়ার আল-মায়াদিন টিভি চ্যানেলে তার দেয়া এক সাক্ষাৎকারে আসে এমন হুঁশিয়ারি। তিনি বলেন ইরানে হামলা চালালে পঙ্গু হয়ে যাবে যুক্তরাষ্ট্র।
ইরানের উপর হামলার আশঙ্কা আছে নাকি এমন প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রকে একটি বিবেকহীন রাষ্ট্র আখ্যা দিয়ে তিনি বলেন “তারা খুব ভালোমতই জানে মাইনের উপর পা দেওয়া ঠিক না এতে ঝুঁকি আছে। মাইনে পা দিলে পঙ্গু হয়ে আজীবন হুইল চেয়ারে কাটাতে হবে তাদের।“
ইরানকে যথেষ্ট শক্ত প্রতিপক্ষ হিসেবেই মানে যুক্তরাষ্ট্র। এমনটাই দৃঢ় ভাবে জানান তিনি। তিনি বলেন “আমার মনে হয় না ইরানকে আক্রমণ করার সাহস তারা দেখাবে। ইরান একটি শক্ত প্রতিপক্ষ। আমেরিকা শক্ত প্রতিপক্ষের সাথে লড়াইয়ে নামে না। তারা জানে ইরান কখনই তাদেরকে ছেড়ে দেবে না।“
তিনি অন্যান্য আরব রাষ্ট্রগুলোর সম্পর্কে আমেরিকার মন্তব্য নিয়েও কথা বলেন। তিনি বলেন কিছু আরব রাষ্ট্রকে যুক্তরাষ্ট্র যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করে তা মোটেও মেনে নেয়ার মত নয়। যুক্তরাষ্ট্রের এসব মন্তব্য সেদেশ গুলোর তরুণ সম্প্রদায়কে কষ্ট দিচ্ছে। আমেরিকা কয়েকটি দেশ থেকে হাজার হাজার কোটি ডলার হাতিয়ে নেওয়ার পর বলছে তাদের সমর্থন না থাকলে দেশগুলো ধ্বংস হয়ে যাবে। এগুলো মারাত্মক অপমান। এসব তরুণসমাজ বুঝতে পারে। তারা এর বদলা নেবে।
এদিকে ইরানকে দুর্বল করার চেষ্টা করলে তারা ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াবে বলে হুঙ্কার দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি এর ডেপুটি কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল হোসাইন সালামি। শনিবার টেলিভিশনে সরাসরি প্রচারিত এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।