আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাচ্ছে

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাচ্ছে

আফগানিস্তানে উত্থান ঘটতে যাচ্ছে তালেবান’দের! দীর্ঘ সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ক্রমে দেশটির ভূমি ও জনসংখ্যার উপর নিয়ন্ত্রণ বৃদ্ধিতে সক্ষম হয়েছে সংগঠনটি। সম্প্রতি মার্কিন সরকারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এছাড়াও ভূমি ও জনসংখ্যার উপর সরকারের নিয়ন্ত্রণ হারানোর অব্যাহত প্রক্রিয়ায় ২০১৮ সালে সর্বোচ্চ ‘নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটে।

মার্কিন কংগ্রেসে পেশ করার জন্য এ প্রতিবেদন তৈরি করেছে স্পেশাল ইন্সপেক্টর জেনারেল আফগানিস্তান রিকন্সট্রাকশন বা এসআইজিএআর। প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের জনসংখ্যার অন্তত ১.৭ শতাংশ বা পাঁচ লাখ মানুষ এবং  ভূমির অন্তত ২ শতাংশের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে আশরাফ ঘানি সরকার।

দেশটির প্রায় তিন কোটি ৩০ লাখ মানুষের মধ্যে ২ কোটি ১২ লাখ মানুষ আফগান সরকার নিয়ন্ত্রিত এলাকায় বসবাস করেন। এর আগে দেয়া প্রতিবেদনের সঙ্গে তুলনা করে এ হিসাব দেয়া হয়।

এতে আরো বলা হয়েছে, এ কথা বলার কোনো উপায়ই নেই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কৌশল আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনছে। যুদ্ধ বিধ্বস্ত দেশটির জন্য দক্ষিণ এশিয়া সংক্রান্ত নতুন কৌশল গত বছর বাস্তবায়ন করেছেন ট্রাম্প।

আফগানিস্তান থেকে পাঠানো এক প্রতিবেদনের বরাত দিয়ে এসআইজিএআরের প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশটির ভেতর থেকে জোরালো সমর্থন না পেলে আফগানিস্তানে নিরাপত্তা নিশ্চিত বা পুনর্গঠনের কাজ করা একক ভাবে আমেরিকার পক্ষে সম্ভব হবে না।

কিন্তু এর পিছনে আসলে কাজ করেছে আন্তর্জাতিক মহলের উদ্যোগ। গত বছর নভেম্বর থেকে আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে চীন-রাশিয়াসহ ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশেসমূহ আলোচনা করছে। এই আলোচনায় দেশগুলো আফগানিস্তান সরকারের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ‘তালেবান’ নেতৃবৃন্দকে। যার ফলে আফগানিস্তানে তালেবান’দের আধিপত্য বৃদ্ধি পেয়েছে।