চা চক্র নিয়ে চলছে চক্রব্যূহ। শুরুতেই আওয়ামী মহল থেকেই সংলাপের কথা বলা হয়। জানানো হয় নির্বাচনের পর দেশে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রব্যবস্থা ও রাজনীতির জন্য সংলাপ হতে পারে। অন্যদিকে অন্যতম বিরোধী শক্তি বিএনপি ও ঐক্যফ্রন্ট পুনঃনির্বাচনের দাবিতে সংলাপের দাবি জানিয়ে আসছিলো। এরপর থেকেই সংলাপের কথা নাকচ করে শুরু হয় ‘চা-চক্র’। সরকারের তরফ থেকে জানানো হয় সকল রাজনৈতিক দলের সাথে চা পানের মাধ্যমে একটি সৌহার্দ্যমূলক আয়োজন করা হবে। নির্বাচনের আগে সংলাপে বসা সব দলকেই চা চক্রের দাওয়াত দেন প্রধানমন্ত্রী। শনিবার এই চা-চক্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্ট শুরু থেকেই জানায় চায়ের আমন্ত্রনে সাড়া দেবে না তাদের কেউ। শুক্রবার গণভবনে একটি চিঠি প্রেরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তা জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরীর স্বাক্ষর সম্বলিত করে প্রেরিত হয় চিঠিটি। জোটের প্রতিনিধি হিসেবে গণভবনে চিঠি পৌছে দেন জোটের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু। সাথে ছিল সমন্বয় কমিটির সদস্য আজমেরী বেগম ও মিডিয়া প্রধান জাহাঙ্গীর আলম।
চিঠিতে ঐক্যফ্রন্ট জানায় সর্বসম্মতিক্রমে তারা চায়ের দাওয়াত গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে “জাতীয় ঐক্যফ্রন্টের হাজার হাজার নেতা-কর্মী এখনো জেলে আছেন। নতুন নতুন মামলায় আরও সংখ্যক নেতা-কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। এমন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশগ্রহণ করা কোনক্রমেই সম্ভব নয়।”
এদিকে শুক্রবার সকালে চা-চক্র নিয়ে কথা বলেছেন ওয়ায়দুল কাদের। তিনি জানান, চা-চক্রেই বিএনপি-ঐক্যফ্রন্ট খোলাখুলি কথা বলতে পারে। চা-চক্রে অংশগ্রহণ না করা তাদের নেতিবাচক রাজনীতিরই অংশ বলেছেন তিনি। আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি। কথা প্রসঙ্গে বিএনপির আন্দোলন নিয়েও মুখ খোলেন তিনি। তার মতে, বাংলাদেশের মানুষ কোন আন্দোলন চায় না।
এদিকে চা-চক্র ও সংলাপ নিয়ে কথা বলছে নানা মহল। মিডিয়া পাড়ায় গত কয়েক সপ্তাহ ধরেই চলছে এই হাইপ। তবে বিএনপির তৃণমূলে কথা বলে জানা যায়, কোনভাবেই তারা চা-চক্র কিংবা সংলাপ কোনটারই পক্ষে না। বিএনপির তৃনমূলের সমর্থকদের মতে সংলাপ বা চা-চক্র কোনটাই ফলপ্রসূ হবে না। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির পুনঃনির্বাচনের দাবিতে এখন আন্দোলনের নামার সময় এসেছে। সংলাপে গেলে তারা আবারও খালি হাতেই ফিরবে বলে মত দিয়েছেন তারা।