ব্যাংককের বাতাসে স্মগ, বন্ধ সাড়ে ৪শ’ স্কুল

ব্যাংককের বাতাসে স্মগ, বন্ধ সাড়ে ৪শ’ স্কুল

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিষাক্ত ‘স্মগ’র কারণে বন্ধ করে দেয়া হয়েছে প্রায় সাড়ে ৪ শ’ বেশি স্কুল। গতকাল বুধবার চলমান প্রবল বায়ুদূষণ সংকট মোকাবেলায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে। স্মগ মূলত কুয়াশা এবং ধোঁয়ার সমন্বয়ে তৈরি হওয়া নতুন ধরণের দূষণ-উপাদান যা শীতকালে বাতাসকে দূষিত করে থাকে। বর্তমান বিশ্বে এটি অত্যন্ত ‘শঙ্কা’ জাগানিয়া ইস্যু। দক্ষিণ এশিয়ার দেশগুলোও এই বিপর্যয়ের হুমকির মধ্যে রয়েছে।

কয়েক সপ্তাহ ধরে ব্যাংকক স্মগ’র কারণে ধূসর হয়ে রয়েছে। সেখানকার অধিবাসীরা মুখোশ পরে চলাফেরা করছে। তারপরও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় সোশ্যাল মিডিয়ায় চলছিল সরকারের সমালোচনা।

অতিরিক্ত যানবাহন, অপরিকল্পিত নির্মাণ, ফসল পোড়ানো এবং শিল্প কারখানার ধোঁয়ার কারণে ব্যাংকক এই দূষণ সমস্যার মধ্যে পড়েছে বলে ধারণা করছে বিশ্লেষকরা। দ্রুত এটি কমিয়ে না আনলে ভয়াবহ দূষণের মধ্যে পড়তে হবে শহরটিকে।

সরকার ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। তারা বাতাসে পানি ছিটিয়ে দূষণ কমানোর চেষ্টা করছে। তাছাড়া চীনা নতুন বছর ‍উদযাপনে কাগজ কিংবা ধূপ জ্বালানো থেকে বিরত থাকতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন। দোকানগুলোতে পর্যাপ্ত ‘সেফটি মাস্ক’ সরাবরাহ করছে।

অতিরিক্ত স্বাস্থ্য নিরাপত্তা দিতে ব্যাংকক মেট্রোপলিটন কর্তৃপক্ষ আজ বুধবার ৪৩৭ স্কুল শুক্রবার লাঞ্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। এবং আশেপাশের মোট ১৫০০ কিলোমিটার অঞ্চলকে দূষণ নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই দূষণ চলমান থাকবে।