আফগানিস্তান ছাড়ছে বিদেশি সেনা, ঘোষণা আশরাফ ঘানির

আফগানিস্তান ছাড়ছে বিদেশি সেনা, ঘোষণা আশরাফ ঘানির

আফগানিস্তানের সশস্ত্র সংগঠন ‘তালেবান’র দাবি মেনে নিয়েছে বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। সমস্ত বিদেশি সেনা দেশত্যাগ করবে বলে জানিয়েছেন তিনি। আজ সোমবার তিনি এ ঘোষণা দেন।

আন্তর্জাতিক চুক্তির ভিত্তিতে আশরাফ ঘানি বলেন, ভবিষ্যতে আর এখানে বিদেশি সৈন্যের প্রয়োজন হবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, “কোন আফগানই দীর্ঘ সময় ধরে তাদের দেশে বিদেশি সেনা চায়না।”

তিনি আরও বলেন, বর্তমানে সৈন্যদের যে উপস্থিতি তা প্রয়োজনের খাতিরে এবং এই প্রয়োজনীয়তা সর্বদা চিন্তা করা হবে এবং সঠিক ও পরিকল্পিত পরিকল্পনা অনুযায়ী তার শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।

কাতারে ছয়দিনব্যাপী যুক্তরাষ্ট্র ও তালেবানের সাথে বৈঠক শেষে আফগানিস্তানের প্রেসিডেন্ট এই ঘোষণা দিলেন।

আজ সোমবার যুক্তরাষ্ট্র প্রশাসনের এক উধ্বর্তন কর্মকর্তা সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, ওয়াশিংটন ১৭ বছর পর আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে।

ওই কর্মকর্তা এই উদ্যোগকে তালেবান’র সাথে আলোচনার ‘উল্লেখ্যযোগ্য অগ্রগতি’ বলে উল্লেখ্ করেছেন তবে যুদ্ধ বিরতি ও সৈন্য প্রত্যাহারের সময়কালের জন্য আরও আলোচনার প্রয়োজন বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অবশ্যই আমরা আফগানিস্তানে স্থায়ী সেনা চাইনা। আমাদের লক্ষ্য পরবর্তী সরকারের সাথে আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনা।তবে যুদ্ধবিরতি ছাড়া কিছুতেই সৈন্য প্রত্যাহার করা হবে না।

উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে আন্তর্জাতিকভাবে শক্তিশালী দেশগুলোর উদ্যোগে আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে ‘তালেবান’র সাথে আলোচনা শুরু হয়। যদি যুক্তরাষ্ট্র সত্যিই তাদের সেনা প্রত্যাহার করে তবে আলোচনার অগ্রগতি হয়েছে বলে ধরা যেতে পারে। আফগানে ফিরতে পারে শান্তি।

দেখার বিষয় এই ঠিক কতদিন সময় নেয় চূড়ান্ত আলোচনার আর কবে নাগাদ যুক্তরাষ্ট্রের করাল গ্রাস থেকে মুক্ত হয় আফগানিস্তান।