নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত দুই কাশ্মিরি, প্রতিবাদে বিক্ষোভ

নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত দুই কাশ্মিরি, প্রতিবাদে বিক্ষোভ

ভারত অধ্যুষিত জম্মু কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত দুই কাশ্মিরি, ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। আজ শনিবার শ্রীনগর জেলায় তল্লাশি অভিযান চালানোর সময় এই হতাহতের ঘটনা ঘটে। যার ফলে কাশ্মির জুড়ে অসন্তোষ দেখা দেয় এবং ওই এলাকার তরুণরা সড়কে নেমে প্রতিবাদ বিক্ষাভে সোচ্চার হন।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, শ্রীনগর জেলার পামপোরের খুনমোয়া এলাকায় সশস্ত্র কাশ্মিরি স্বাধীনতাকামীদের উপস্থিতির কথা জানতে পেরে আজ পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। এসময় লুকিয়ে থাকা গেরিলারা গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায়। এতে দুই জন কাশ্মিরি নিহত হয়।

এদিকে প্রতিবাদী তরুণরা রাস্তায় নেমে এলে নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। তখন তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে বেসামরিক মানুষজন ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়।

অন্যদিকে, গতকাল সন্ধ্যায় দক্ষিণ কাশ্মিরের ত্রালে অজ্ঞাত গেরিলারা আধাসামরিক বাহিনী সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

একইদিনে অনন্তনাগ জেলার শ্রীগুফওয়াড়া থানা টার্গেট করে অজ্ঞাত গেরিলারা গ্রেনেড নিক্ষেপ করে। এটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অনন্তনাগ জেলার অন্য এক পুলিশ ফাঁড়িতে অজ্ঞাত গেরিলারা হামলা চালালে সাজ্জাদ আহমেদ নামে এক পুলিশ সদস্য আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পুলওয়ামা ও সোপিয়ানেও দুটি হামলার ঘটনা ঘটেছে।