ঢাকার বৃহদায়তন আবাসন ব্যবস্থা নিয়ে বুয়েটে কর্মশালা

ঢাকার বৃহদায়তন আবাসন ব্যবস্থা নিয়ে বুয়েটে কর্মশালা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত হয়ে গেল “বৃহদায়তন আবাসন প্রকল্প ব্যবস্থাপনা: সমস্যা ও সম্ভাব্য সমাধান” বিষয়ক কর্মশালা। আজ ২৬ জানুয়ারি শনিবার বিশ্ববিদ্যালয়ের ‘নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ’র আয়োজনে ইউআরপি সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঢাকার বৃহদায়তন আবাসন ব্যবস্থাপনা বিষয়ে নাগরিক জনমত প্রসঙ্গে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান জনাব প্রফেসর ড. মো. শাকিল আকতার। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রফেসর ড. ইশরাত ইসলাম ও বিভাগের প্রভাষক মিস উত্তমা বড়ুয়া। ‘পার্টিসিপেটরি প্লানিং স্টুডিও’র অধিনে ঢাকার ছয়টি বৃহদায়তন আবাসিক প্রকল্পের প্রতিনিধিগণ এবং ইউআরপি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এই কর্মশালায় অংশ নেন।

কর্মশালাটি দুইটি সেশনে সম্পন্ন হয়। প্রথম সেশনে ঢাকার ১০০টির বেশি অ্যাপার্টমেন্টবিশিষ্ট বৃহদায়তন আবাসন প্রকল্পের ব্যবস্থাপনায় নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। পরবর্তী সেশনে আলোচিত সমস্যাসমূহের সম্ভাব্য সমাধান প্রসঙ্গে আবাসিক প্রতিনিধিদের মতামত গ্রহণ করা হয়। আলোচনায় উঠে আসে অভ্যন্তরীণ বর্জ্য ব্যবস্থাপনা, গাড়ি পার্কিং ও অপর্যাপ্ত খেলার স্থানসহ নানান বিষয়। এছাড়াও ভুমিকম্পের মতো তাৎক্ষণিক দূর্যোগের সময় ব্যবস্থাপনা কমিটির ভূমিকা কী হতে পারে তা নিয়ে মতামত প্রকাশ করেন প্রতিনিধিগণ।

বৃহদায়তন আবাসন প্রকল্পের ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো সরকারি সুনির্দিষ্ট নীতিমালা না থাকায়, অনেক সমস্যার বাস্তব সমাধান করা সম্ভব হয় না। এজন্য ভবন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি একক এসোসিয়েশন গঠনের পক্ষে কর্মশালায় অংশগ্রহণকারীরা জোর মত প্রদান করেন। তাছাড়া কর্মশালায় আলোচ্য বিষয়সমূহ নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা চালু রাখার ব্যাপারে সবাই উৎসাহ দেখান।