অনুষ্ঠিত হলো ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী  

অনুষ্ঠিত হলো ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী  

মূলত ছাত্রলীগ প্রতিষ্ঠার মধ্য দিয়েই বঙ্গবন্ধু স্বাধীনতার বীজ বপন করেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ-এর উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। আজ ২৬ই জানুয়ারি শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস বর্ণনায় তিনি বলেন, এই ছাত্রলীগ ভাষা আন্দোলন করেছে, এই ছাত্রলীগ আইয়ুব-বিরোধী আন্দোলন করেছে, স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে। সত্তরের নির্বাচনে ভূমিকা পালন করে, একাত্তরে অস্ত্রহাতে যুদ্ধ করেছে

আসন্ন ডাকসু নির্বাচনের ব্যাপারে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আমি বিশ্বাস করি, পূর্বের ন্যায় ছাত্রলীগ আবারও ডাকসুকে নেতৃত্ব দেবে। এটিই আমার প্রত্যাশা। পরে তিনি ছাত্রলীগের শুভ কামনা করে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল, জাহাঙ্গির কবির নানক, সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, লিয়াকত শিকদার, ইকবাল রহিম এমপি, বাহাদুর ব্যাপারি, ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হুসাইনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষপর্যায়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকী-পরবর্তী র‍্যালি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী মূলত চৌঠা (৪ই) জানুয়ারি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সময়ানুযায়ী সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিলো দলটি। তবে ৩ই জানুয়ারি রাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সব কর্মসূচি স্থগিত করে তারা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচি স্থগিত করা হয়।

বর্তমান সময়ে ছাত্রলীগ নিয়ে বিতর্কের সৃষ্টি হলেও সবাই আশা করেন ছাত্রলীগ অদূর ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।