প্রথমবারের মতো ঢাকা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ২০১৯ আয়োজন করতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিইউপিএস নেতৃবৃন্দ।
আগামী ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ঢাবির টিএসসি, চারুকলা অনুষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ ও ৬নং গ্যালারিতে উৎসবটি চলবে বলে জানায় তারা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফটোগ্রাফি বর্তমানে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় মাধ্যম। ঢাকা ইউনইভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস)-এর প্রতিষ্ঠাকাল থেকেই আলোকচিত্র নিয়ে নতুন কিছু করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৭ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর উপস্থিতিতে টিএসসিতে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম, প্রখ্যার আলোকচিত্রী নাসির আলী মামুন উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একক ক্যাটাগরি ও পোর্টফলিও ক্যাটাগরি— এই দুইটি ক্যাটাগরি থাকবে উৎসবে। আলোকচিত্র উৎসবে বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশের আলোকচিত্রীদের ১৪৫টি একক আলোকচিত্র প্রদর্শিত হবে। এছাড়াই স্থান পাবে ১৬টি ফটো স্টোরি।
এছাড়া, ৩০ই জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের আলোকচিত্র আন্দোলনের প্রতিকৃত মনজুর আলমকে ডিইউপিএস-এর পক্ষ থেকে আজীবন সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হবে।