ডাকসু নির্বাচন ১১ই মার্চ; অংশ নিবে কোটা সংস্কার আন্দোলনের নেতারাও

ডাকসু নির্বাচন ১১ই মার্চ; অংশ নিবে কোটা সংস্কার আন্দোলনের নেতারাও

অবশেষে চূড়ান্ত করা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ। আগামী ১১ মার্চ রবিবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের জনসংযোগ দফতরের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্যা জানা গেছে। এর আগে আজ বিকেলে হলের প্রাধ্যক্ষ এবং ডাকসু নির্বাচন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত জানিয়েছেন উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান।

ঢাবি জনসংযোগ দফতর থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে ঐদিন ভোট গ্রহণ চলবে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত। এদিকে ছাত্রদল ও প্রগতিশীল ছাত্রজোটসহ আরো কিছু ছাত্র সংগঠনের দাবি ছিলো ভোট কেন্দ্র হলের বদলে একাডেমিক ভবনগুলোতে দিতে যা নিয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। যদিও উপাচার্য জানিয়েছেন এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আলোচনা হবে।

অন্যদিকে ডাকসু নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত এসেছে সেখানকার কোটা সংস্কার আন্দোলনকারী নেতাদের কাছ থেকে। কোটা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে কথা বলে জানা যায় এবারের নির্বাচনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ। নির্বাচনের পরিস্থিতির উপর জোটে যাওয়ার সিদ্ধান্তও আসতে পারে বলেই জানিয়েছেন তারা। উল্লেখ্য, গতবছর কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামে লক্ষ লক্ষ শিক্ষার্থী যার ব্যানার হিসেবেই গড়ে ওঠে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ। ঐ আন্দোলনের ফলশ্রুতিতেই কোটা বাতিলের সিদ্ধান্তও আসে মন্ত্রিসভা থেকে। দীর্ঘ আটাশ বছর পর অনুষ্ঠিত হওয়া কাঙ্ক্ষিত এই নির্বাচনে বেশ জোড়ালো ভাবেই অংশ গ্রহণ করবে সংগঠনটি বলে জানিয়েছেন নেতারা।

এর আগে ১৯৯০ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল। এখন পর্যন্ত ৭ বার এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।