মধুর ক্যান্টিন ও হলগুলোতে সহাবস্থানের দাবি ছাত্রদলের

মধুর ক্যান্টিন ও হলগুলোতে সহাবস্থানের দাবি ছাত্রদলের

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে মধুর ক্যান্টিন ও হলগুলোতে সহাবস্থানের দাবি জানিয়েছে ছাত্রদল। এদিকে বৈধ ছাত্রদের সাথে সহাবস্থানে আপত্তি নেই জানিয়েছে ছাত্রলীগ। আজ দুপুরে ক্যাম্পাসের ক্রিয়াশীল ১৩টি ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গঠনতন্ত্র ও আচরণবিধি সংশোধনের লক্ষ্যে দীর্ঘ চার ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তাঁরা। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, আমরা মধুর ক্যান্টিন ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সহাবস্থান কার্যকর নিশ্চিত করার পর তফসিলের দাবি জানিয়েছি। ভোটকেন্দ্র নির্ধারণের ব্যাপারে তিনি বলেন, আমরা কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদে ভোট কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছি। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখবার ব্যাপারে তিনি বলেন, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করার জন্য ভোটকেন্দ্র ও আশেপাশের জায়গায় সিসিটিভি লাগানোর দাবি জানিয়েছি এবং গঠনতন্ত্রে ডাকসুর সভাপতি (ভিসি) একচেটিয়া ও অগণতান্ত্রিক ক্ষমতা সংশোধনের দাবি জানানো হয়েছে।’ এদিকে ছাত্রলীগ বয়সের বিষয়ে নিয়মিত ছাত্রদের প্রার্থী ও ভোটার হওয়ার দাবি জানিয়েছেন বলে জানান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি বলেন, সিনিয়র শিক্ষকদের তত্ত্বাবধানে নির্বাচন হয়। এখানে মিডিয়ার ফোকাস রয়েছে ম্যানিপিউলেট করার কোনো সুযোগ নেই। নির্বাচন সুষ্ঠু করার সকল পদক্ষেপ কর্তৃপক্ষ নিক আমরা সাহায্য করব। সিন্ডিকেটে সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে জানিয়ে বৈঠকের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, আচরণবিধি ও গঠনতন্ত্র সংশোধনের জন্য বৈঠক ছিল। প্রক্টর ও অন্যরা বিভিন্ন দিক থেকে আসা দাবিগুলো লিখেছে। সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সিন্ডিকেটে।