এক সপ্তাহ যেতে না যেতেই ব্রিটিশ সেনাদের উপর হামলা করল সিরিয়ার সশস্ত্র যোদ্ধা গোষ্ঠী দায়েশ। দায়েশের এই রকেট হামলায় ব্রিটেনের পাঁচ সেনা নিহত হয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশের আবু কালাম এলাকায় এ হামলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আরবি ভাষার সংবাদপত্র আল-ওয়াতান। এই হামলায় বেশ কয়েকজন সেনার আহত হবার খবরও পাওয়া গেছে।
এই হামলা সম্পর্কে যুক্তরাজ্য এখনো কোন মন্তব্য করেনি। অন্যদিকে গত শনিবারই হামলার শিকার হয়েছিল সিরিয়ায় অবস্থানরত ব্রিটিশ সেনারা। পরদিন রবিবার ব্রিটিশ গণমাধ্যমে বলা হয়, কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র হামলায় ব্রিটেনের এক সেনা নিহত ও দুজন আহত হয়েছে। বলা হচ্ছে- কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজির নেতৃত্বে পরিচালিত হচ্ছে এসডিএফ এবং দায়েশকে তারা গোপনে সহযোগিতা করছে।
এছাড়াও ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে ব্রিটিশ সেনারা সিরিয়ায় দায়েশসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করে আসছে। কিন্তু মার্কিন জোটের হামলায় সন্ত্রাসীদের তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও তারা বার বার সিরিয়ার সেনা ও বেসামরিক অবস্থান হামলা চালিয়েছে এবং এ নিয়ে বহু খবর বের হয়েছে।