সৌদি আরবের শিয়া অধ্যুষিত কাতিফ অঞ্চলে মর্মান্তিক অভিযান চালিয়েছে সৌদি সেনাবাহিনী। এই অভিযানে মোট নিহতের সংখ্যা ৫ জন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে আহতদের কোন সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি।
এর আগে গত সোমবার স্থানীয় সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যাবহারকারীদের বরাতেই হামলার বর্বরতা স্পষ্ট হয়। সোমবার সকালে উম্মুল হামাম গ্রামে মর্টার হামলার মাধ্যমে অভিযানের সূচনা হয়। তাছাড়া গুলিও বর্ষণ করা হয় গ্রামবাসীর উপরে। এদিকে সৌদির সাধারণ সুন্নি বাসিন্দারা হতাহতদের চিহ্নিত করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন কিছু নাগরিক।
ঐ অঞ্চলের স্থানীয় সুত্রে আরো জানা যায় যে, সৌদি বাহিনী উম্মুল হামাম গ্রামটি প্রায় ১৫ ঘণ্টা ধরে ঘেরাও করে রাখে। তার পরপরই নারকীয় হামলা চালানো হয় স্থানীয় বাসিন্দাদের উপর এবং জ্বালিয়ে দেওয়া হয় ঘরবাড়ি। এদিকে সৌদি বাহিনীর দাবি কিছু ফেরারি আসামিকে ধরতেই করা হয়েছে এমন অভিযান। তবে নিহতদের মধ্যে কোন আসামি আছে কিনা জানতে চাইলে তারা এর উত্তর দিতে অস্বীকৃতি জানায়। অন্যদিকে স্থানীয় জনগণের দাবি নিহত সকলেই নিরপরাধ। এর আগেও শিয়া সম্প্রদায়ের উপর এমন হামলা চালিয়েছে ঐ বাহিনী এবং আবারো হামলার আশঙ্কা করছেন স্থানীয় জনগণ।
কাতিফ অঞ্চলটি সৌদি আরবের খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল্ হিসেবেই প্রতিষ্ঠিত। এই অঞ্চলটি শুরু থেকেই শিয়া অধ্যুষিত। এই এলাকাটিতে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ তেলের রিজার্ভ। তবে স্থানীয় জনগণ, মানবাধিকার সংগঠন ও মিডিয়ার বরাতে জানা যায় এই অঞ্চলের মানুষ বরাবরই নাগরিক সুবিধা প্রাপ্তি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত। এর ফলে এই অঞ্চলের মানুষ ২০১১ সাল থেকেই নাগরিক এবং রাষ্ট্রীয় সুযোগ পাওয়ার আশায় আন্দোলন করে আসছিল। তাদের মূল দাবি ছিলো বৈষম্য ও নিপীড়ন মুক্ত রাষ্ট্রব্যাবস্থায় তাদের পরিচালনা করা হোক। আন্দোলনের পর থেকে বরং নিপীড়ন আরও বেড়ে গিয়েছে।