ঢাবি শিক্ষার্থীকে অপহরণ-চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ঢাবি শিক্ষার্থীকে অপহরণ-চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ঢাবি শিক্ষার্থী সিথি কিবরিয়াকে অপহরণের চেষ্টা ও নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা অনুষদের শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তারা।

আজ ৮ই জানুয়ারি মঙ্গলবার বেলা বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সিথি কিবরিয়া শুধু একজন সিথি কিবরিয়াই নয়; সে সারা বাংলাদেশের নির্যাতিত ছাত্রছাত্রীর প্রতীক। এই ধরনের অপহরণ-নির্যাতন যাতে আর না হয়, তার জন্য আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা দাবি করছি। দোষীদের শাস্তি দান নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানান।

মানববন্ধনে নির্যাতনের শিকার সিথি কিবরিয়ার বড় ভাই মাসুদ আল হাসান বলেন, অপরাধীরা সবাই ক্ষমতাসীন দলের লোক। মূলত অপরাধীদের কোনও দল নেই; ক্ষমতায় যে দল আসে, সে দলের ব্যানারে তারা অপরাধ করার পায়তারা করে।

পুলিশ মামলা নিতে গড়িমসি করেছে অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তানভীর হাসান সৈকত বলে, পুলিশ প্রথমে মামলা নিতে গড়িমসি করে। অনেক দৌঁড়ঝাপের পর, অনেক পদস্থ মানুষের হস্তক্ষেপে শেষে পুলিশ মামলা নেয়। আমাদের এই দেশ কি এতই ঘুনধরা হয়ে গেছে যে, এত মানুষের দ্বারস্থ হতে হবে?

সিথি কিবরিয়ার সহপাঠী আজাদ বলেন, সিথির মতো মেধাবী শিক্ষার্থীকে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারছে না। কেন এমন হচ্ছে? আমরা বিচার না পাওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আমরা প্রশাসনকে অনুরোধ করছি, যাতে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হয়।

প্রসঙ্গত, গত ২রা জানুয়ারি বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিথি কিবরিয়াকে লালমনিরহাটের হাতিবান্ধা থেকে অপহরণের চেষ্টা করা হয়। ৪ই জানুয়ারি শুক্রবার সকালে সিথি কিবরিয়ার মা মাসুদা আখতার বানু বাদি হয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তফিউজ্জামান জুয়েলকে প্রধান আসামি করে হাতিবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।