নৌ সেক্টরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত হচ্ছে পাকিস্তান

নৌ সেক্টরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত হচ্ছে পাকিস্তান

নৌ সেক্টরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত হচ্ছে পাকিস্তান। ইরান-চীন সীমান্তঘেঁষা দেশটিকে ভারত সাগরে আধিপত্য বিস্তারে সক্ষম করতে প্রতিবেশীরা করছে সর্বাত্মক সহযোগিতা।

চিরশত্রু ভারতের সাথে পাকিস্তানকে পেরে উঠতে হলে সীমান্তের মতোই ভারত সাগরে আধিপত্য বিস্তার জরুরি। ভারত সাগরে বহুদিন ধরে ভারতীয় নৌবাহিনীর আধিপত্য। সেই আধিপত্যে চিড় ধরাতে পাকিস্তানের অন্যতম মিত্র চীন গত বছর থেকেই উঠে পড়ে লেগেছিল। যার ধারাবাহিকতায় ভারতের চেয়ে বেশি সাবমেরিন দেয়ার ঘোষণাও দেয় তারা। এরপর এ বছরের শুরুতেই প্রকাশ করেছে পাকিস্তানের জন্য অত্যাধুনিক জাহাজ তৈরির কাজ।

এবার পাকিস্তানের নৌ-সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ইরান। চারদিনের শুভেচ্ছা সফরে আজ রবিবার পাকিস্তানের একিটি নৌবহর ইরানের বন্দর আব্বাসে পৌঁছেছে। এতে রয়েছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস খায়বার, পিএমএসএস ঝোব, পিএনএস মাদাদকার এবং পিএনএস রাহ নাওয়ার্দ।

ইরানি নৌবাহিনীর কমান্ডার মোজতবা মোহাম্মাদি জানান, পাকিস্তানি নৌসেনারা স্থানীয় ইরানি নৌ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং যৌথ সাংস্কৃতিক ও প্রশিক্ষণ কোর্সে অংশ নেবে। এছাড়া, নৌবাহিনীর বন্দর আব্বাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখবেন।

কমান্ডার মোজতবা মোহাম্মাদি জানান, দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে ইরান এ পর্যন্ত পাকিস্তানে বেশ কয়েকটি নৌবহর পাঠিয়েছে। এর মধ্যে ২০১৬ সালে করাচি বন্দরে ইরানের ৪৩তম নৌবহর যৌথ ত্রাণ ও উদ্ধার মহড়ায় অংশ নেয়।

নৌ সেক্টরে উন্নত প্রশিক্ষণ, সাবমেরিন ও অত্যাধুনিক যুদ্ধাজাহাজ যুক্ত হলে পাকিস্তান হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর দেশ।