বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সাথে জরুরি ভিত্তিতে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কয়েকজন নেতা। আজ শুক্রবার সকাল ১০ টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত রাষ্ট্রদূতের গুলশানের বাসায় অনানুষ্ঠানিক এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক নিয়ে মিডিয়াকে আনুষ্ঠানিক কিছু না জানালেও বিএনপি সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত নির্বাচনে অনিয়ম নিয়ে লিখিত বক্তব্য জমা দেয়া হয়েছে। এছাড়াও নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়েও সরাসরি আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।
এই বৈঠকের পরপরই ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি তিরিংকের সঙ্গেও মির্জা ফখরুলের বৈঠক করার কথা রয়েছে। সেখানেও নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মিলারের সাথে বৈঠকে মির্জা ফখরুলের সাথে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির নির্বাহী সদস্য তাবিথ আউয়াল।
উল্লেখ্য, স্বৈরাচারী সরকার কিংবা সেনাশাসনের ক্ষেত্রে পশ্চিমা রাষ্ট্রগুলো হস্তক্ষেপ করলে গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্ষম হয় জনগণ। যেটা বাংলাদেশে ২০০৯ সালে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, একতরফা এই নির্বাচনে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়নের নজরদারি বাড়াতে মির্জা ফখরুলের এই জরুরি বৈঠক।