ভারত সাগরে আধিপত্য বাড়াতে সাবমেরিনের পর এবার পাকিস্তানের জন্য একটি সর্বাধুনিক রণতরি নির্মাণ করছে চীন। এরকম মোট চারটি রণতরি দেয়া হবে পাকিস্তানকে।
চায়না ডেইলিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, পাক-চীন অস্ত্র চুক্তির আওতায় এগুলো নির্মাণ করা হবে। চীনা নৌবাহিনীতে ব্যবহৃত সর্বাধুনিক গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেটে মতই হবে এ সব রণতরি। সর্বাধুনিক অস্ত্র সজ্জিত এ সব রণতরিকে ডুবোজাহাজ এবং যুদ্ধজাহাজের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। পাশাপাশি হানাদার যুদ্ধবিমান রুখে দেয়ার মতো বিমান প্রতিরক্ষার কাজেও একে লাগানো যাবে।
চীনের রাজধানী বেইজিংয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহৎ প্রতিরক্ষা ঠিকাদার চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন’এ সব রণতরি নির্মাণ করছে। পাকিস্তানের সাগরপথ নিরাপদ করার পাশাপাশি এ সব রণতরি কৌশলগত ভারত মহাসাগরে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার দায়িত্বে নিয়োজিত হবে বলে চায়না ডেইলি জানিয়েছে।
ইতিমধ্যে চীন পাকিস্তানের অবকাঠামোগত উন্নয়নে ৫০ বিলিয়ন ডলারের ‘সিপিইসি’ প্রকল্পের কাজ শুরু করেছে। যার বিনিময়ে বেইজিংয়ের যুগান্তকারী ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্প চীনের জিনজিয়ান প্রদেশ ও পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশকে সংযুক্ত করবে। এতে করে চীন বিনাবাধায় আরব সাগরে প্রবেশের সুযোগ পাবে। ভারত এই ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্পের বিরোধিতা করেছিলো। তারা যাতে পাকিস্তানের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে না পারে তাই পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধিতে এই সহযোগিতা বলে মনে করছেন অনেকেই। এর আগেও ড্রোন এবং সামমেরিন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে চীন; যার কাজ চলমান।