‘প্রতারণার জন্য কোন গোল্ড মেডেল পেতে হলে এই সরকারকে পাওয়া উচিত’ বলে মন্তব্য করলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন। আজ সোমবার ভয়েস অব আমেরিকা’কে দেয়া নির্বাচনোত্তর প্রতিক্রিয়ামূলক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।
ড. কামাল হোসেন বলেন, নির্বাচনের যে রেজাল্ট বেরিয়েছে তাতে দেখাচ্ছে যে সরকার তৃতীয়বারে নির্বাচনে জয়লাভ করেছে, যা দেখে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়া জনগণ অবাক হয়েছে।
তিনি আরও বলেন, আমরা ভেবেছিলাম- আমরা মুক্ত হবো। কিন্তু না আমরা একই জিনিসের শিকার হচ্ছি, আমাদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে স্বৈরতন্ত্র। ৪৭ বছরের ইতিহাসে এমন ঘটেনি। আমি মনে করি-এর জন্য ভুগতে হবে।
“কারচুপি যে হয়েছে তাতে ঐক্যফ্রন্টের লোকজন কোথায় ছিল?” এমন প্রশ্নের উত্তরে ড. কামাল বলেন, আগের রাত্রে ভোট হয়ে গেছে। সেখানে কি করার আছে।
প্রচারণার বিষয়ে তিনি বলেন, সবসময় নির্বাচনের আগে রাজধানীতে একটা মিটিং করা হয়, আমরা ২৭ তারিখ সেটা করতে চেয়েছি। কিন্তু তারা করতে দেয়নি। এই ধরনের স্বেচ্ছাচারিতা আমি আগে কখনো দেখিনি। কোন স্বৈরাচার আগে এরকম অপজিশনের বড় মিটিং করতে বাধা দেয়নি।
সরকারি পর্যায়ে এরকম সন্ত্রাস এর আগে কখনো দেখেননি বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান এই নেতা। তিনি নিরপেক্ষ সরকারের অধীনে আরেকটি নির্বাচন চান বলে আন্দোলন করার কথা জানিয়েছেন। এবং এদেশে স্বৈরতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপে যেতে না দেয়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন।
দেখার বিষয়, জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলনের মাধ্যমে তাদের সে দাবি কতটুকু আদায় করে নিতে পারে।