নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ মিনাক্ষী গাঙ্গুলি ও ডেভিড বার্গম্যানের

নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ মিনাক্ষী গাঙ্গুলি ও ডেভিড বার্গম্যানের

নানান অভিযোগে জর্জরিত হয়ে শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সরকারি দলের কেন্দ্র দখল, জাল ভোট, পরিকল্পিত সহিংসতার পরও ‘মূর্তি’বেশে আসা বিদেশি পর্যবেক্ষকরা সরকারের সুরে সুর মিলিয়ে বলে যাচ্ছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। তখন নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে মুখ খুলেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

জাতীয় সংসদ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি। এক টুইট বার্তায় এ উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। এতে তিনি লিখেছেন, ভোটারদের ভীতি প্রদর্শনের ভয়াবহ অভিযোগ, ভোটকেন্দ্রে বিরোধীদের এজেন্ট দেয়ায় বিধিনিষেধ ও বিপুল সংখ্যক প্রার্থীর পুনঃনির্বাচনের দাবি উঠেছে। এসব মিলে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ওদিকে উদ্বেগ প্রকাশ করেছেন বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানও। তিনিও রি-টুইটে বলেছেন, অবশ্যই এ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ রয়েছে। অবস্থার প্রেক্ষিতে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতায় দুর্বলতা রয়েছে। এর বিশ্বাসযোগ্যতা নেই। অন্য আর এক টুইটে বার্গম্যান বিদেশি পর্যবেক্ষকদের সমালোচনা করে বলেন, গতকাল বাংলাদেশের সরকার ছাড়াও একটি প্রতিষ্ঠান তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে।